ভুবনেশ্বর : দাঁড়িয়ে থাকা একটি ট্যুরিস্ট বাসে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ভুবনেশ্বর সৎসঙ্গ বিহার এলাকায়। সূত্রের দাবি, শুক্রবার আনুমানিক রাত ১টা নাগাদ ওডিশার রাজধানী ভুবনেশ্বরের সৎসঙ্গ বিহার এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্যুইরিস্ট বাসের ভেতর থেকে কালো ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা বেরোতে দেখতে পান এলাকার স্থানীয় বাসিন্দারা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে। আগুন লাগার খবর পাওয়া মাত্র ঘটনাস্থলের দিকে রওনা দেয় দমকল। কিন্তু দমকল পৌছনোর আগেই বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে যায় ট্যুরিস্ট বাসটি। বাসটির ভেতর সেই সময় কোনও যাত্রী না থাকার জন্য বড় ধরণের জীবনহানির ঘটনা এড়ানো গিয়েছে বলে জানিয়েছেন তদন্তকারী আধিকারিকরা।
অন্যদিকে কি কারণে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে। আগুন লাগার পেছনে অন্তর্ঘাতের তত্বটিও একেবারে খারিজ করে দিচ্ছে না প্রশাসন। গোটা ঘটনায় চা ঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন