অসুস্থ কেরলের মুখ্যমন্ত্রী, ভর্তি হাসপাতালে - Aaj Bikel
অসুস্থ কেরলের মুখ্যমন্ত্রী, ভর্তি হাসপাতালে

অসুস্থ কেরলের মুখ্যমন্ত্রী, ভর্তি হাসপাতালে

Share This


চেন্নাই : অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন কেরলের মুখ্যমন্ত্রী তথা প্রবীণ সিপিএম নেতা পিনারাই বিজয়ান| সংক্রমণ জনিত রোগের কারণে শনিবার ভোররাত ২.৩০ মিনিট নাগাদ চেন্নাইয়ে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ানকে| হাসপাতাল সূত্রের খবর, ইউরোলজিস্টের অধীনে হাসপাতালে ভর্তি করা হয়েছে মুখ্যমন্ত্রীকে| চিকিত্সকদের একটি দল তাঁকে পর্যবেক্ষণে রাখছেন| যদিও হাসপাতাল থেকে কোনও সরকারি বিজ্ঞপ্তি পাওয়া যায়নি এখনও পর্যন্ত|

মুখ্যমন্ত্রীর অফিস থেকে বিবৃতিতে জানানো হয়েছে, রুটিন চেক-আপের জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ান| মুখ্যমন্ত্রী ব্যক্তিগত সচিব জানিয়েছেন, রবিবার কলকাতা ফিরে আসবেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ান| প্রসঙ্গত, সম্প্রতি গণপিটুনিতে নিহত আদিবাসী যুবক মধু ছিন্দাকির বাড়ি গিয়ে তাঁর পরিবারকে সমবেদনা জানান মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ান| দোকান থেকে খাবার চুরি করার অপরাধে পিটিয়ে মেরে ফেলা হয়েছিল আদিবাসী যুবককে|

কোন মন্তব্য নেই: