মগরাহাট : দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট থানার বাঁকিপুর গ্রামে এক ব্যবসায়ীর পেটে রড ঢুকিয়ে খুন করা হল। মৃতের নাম জহিরুল ঘরামি (২৫)।
শুক্রবার সকালে দশ হাজার টাকা নিয়ে তিনি এক বন্ধুর সঙ্গে কলকাতায় গিয়েছিলেন ব্যাবসার জন্য মালপত্র কিনতে। কিন্তু রাতে তিনি বাড়ি ফেরেননি। শনিবার ভোরে বাড়ি থেকে কিছুদূরে রাস্তার পাশে তাঁর দেহ উদ্ধার হয়। জহিরুলের পেটে রড ঢোকানো ছিল। এছাড়া দেহের বিভিন্ন জায়গায় একাধিক আঘাতের চিহ্ন মিলেছে। দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। জহিরুলের মা সেরিনা বিবি বলেন, “ব্যাবসার মাল কিনতে গতকাল সকালে ছেলে বাড়ি থেকে দশ হাজার টাকা নিয়ে কলকাতায় গিয়েছিল। ছেলের সঙ্গে এক বন্ধু ছিল। যাওয়ার সময় বাড়িতে বলে গিয়েছিল কলকাতা থেকে বাজার করে বাড়ি ফিরবে। তারপর শনিবার ভোরে খবর পাই ওকে খুন করা হয়েছে।" পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন