দ্বিতীয় রাউন্ডের ফলাফলেও বিজেপি-র পাল্লা ভারি - Aaj Bikel
দ্বিতীয় রাউন্ডের ফলাফলেও বিজেপি-র পাল্লা ভারি

দ্বিতীয় রাউন্ডের ফলাফলেও বিজেপি-র পাল্লা ভারি

Share This

আগরতলা  : দ্বিতীয় রাউন্ডের ভোট গণনা প্রায় শেষ। দ্বিতীয় রাউন্ডেও বিজেপি-র জয়জয়কার ত্রিপুরায়। বিজেপি-আইপিএফটি জোট ৪০টি আসনে এগিয়ে গেছে। সিপিআইএম মাত্র ১৯টিতে এগিয়ে আছে। সকাল ৮টা থেক শুরু হয়েছে ভোট গণনা। ইতিমধ্যেই দ্বিতীয় রাউন্ডের ফলাফল বেরিয়ে আসছে। এতে বাম শাসনের অবসান প্রায় স্পষ্ট। দ্বিতীয় রাউন্ডের ফলাফলে বিজেপি-আইপিফটি জোট ৪০টি আসনে এগিয়ে আছে। এবং বামফ্রন্ট ১৯ আসনে এগিয়ে আছে। তবে বহু কেন্দ্রের হেভিওয়েট বামপ্রার্থীরা ফলাফলে পিছিয়ে গেছেন। যদিও খোয়াই এবং বিশালগড়ে এখনও এগিয়ে আছেন সিপিআইএম প্রার্থীরা।

পোস্টাল ব্যালটের গণনায় রাজ্যের সবকটি বিধানসভা কেন্দ্রেই ব্যাপক মাত্রায় এগিয়ে গেছেন বিজেপির প্রার্থীরা। অন্যদিকে রাজধানী আগরতলা লাগোয়া সদর মহকুমার ১৪টি আসনের সবকটিতেই দ্বিতীয় রাউন্ড শেষে এগিয়ে আছেন বিজেপি প্রত্যাশীরা। সিপিআইএম শুধুমাত্র দক্ষিণ জেলাতেই নিজেদের ২৫ বছরের প্রভাব কিছুটা বজায় রাখতে পারবে বলে অনুমান করা হচ্ছে।

কোন মন্তব্য নেই: