গুয়াহাটি : বিজেপি-র সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাম মাধবও রয়েছেন আগরতলায়। তিনিও আশাবাদী বিজেপিই জয়ী হবে। রাম মাধবের মন্তব্য, ২৫ বছরের সিপিআইএম নেতৃত্বধীন বামফ্রন্ট সরকারের কাজকর্মে অতীষ্ঠ রাজ্যের মানুষ। এরা মুখে গরিবদের কথা বলে, কিন্তু ত্রিপুরার জনসাধারণ দেখেছেন আসলে এঁরা কতটা দুর্নীতিগ্রস্ত, গরিবি জিইয়ে রেখে এতদিন ক্ষমতায় ছিল।
টেলিফোনে হিন্দুস্থান সমাচার-এর সঙ্গে কথা বলছিলেন বিজেপি-র সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাম মাধব। বলেন, রাজ্যের সরকারি কর্মচারীরা সিপিআইএমকে পৃষ্ঠ প্রদর্শন করেছেন। ইতিমধ্যে তা পোস্টাল ব্যালটেই প্রমাণ হয়ে গেছে। তাছাড়া ইভিএম-এর ভোট গণনা শুরু হয়েছে। এতেও বিজেপি এগিয়ে। এখন পর্যন্ত যে খবর আসছে তাতে বিজেপি ৪০ এবং বামফ্রন্ট ১৯ কেন্দ্রে এগিয়ে আছে। এককথায় বিজেপি দ্রুতগতিতে এগিয়ে চলেছে। তাছাড়া সবচেয়ে বড় কথা, ত্রিপুরায় এর আগে কোনও প্রতিদ্বন্দ্বী ছিল না বলেই সিপিএম-এর এত বাড়বাড়ন্ত ছিল। বিজেপি শূন্য খোলা ময়দানে রাজত্ব করেছিল। এবার সে গুড়ে বালি ঢেলে দিয়েছে বিজেপি। আর কংগ্রেসতো খরকূটোর মতো উড়ে গেছে তিন রাজ্যে।
মেঘালয় ও নাগাল্যান্ড বিধানসভা নির্বাচন সম্পর্কেও তিনি মন্তব্য করেছেন। বলেছেন, নাগাল্যান্ডের নির্বাচন বয়কটের ডাক দিয়েছিল বিজেপি-এনডিপিপি ছাড়া প্রায় সবকয়টি দল। সেখানে বিচ্ছিন্নতাবাদী সংগঠনের সঙ্গে কেন্দ্রীয় সরকারের শান্তি চুক্তি সম্পাদনের পথে। রাজ্যে রাজনৈতিক ডামাডোল ব্যাপক। এরই মধ্যে নির্বাচন হচ্ছে। সেখানে বিজেপির অবস্থান ছিল শূন্য। তবুও এবার এনডিপিপিক সঙ্গে নিয়ে নাগাল্যান্ডের ক্ষমতায় বিজেপি জোট আসবে বলে দাবি করেছেন রাম মাধব।
মেঘালয়েও এনপিপি, ইউডিপি-সহ ছোট ছোট আঞ্চলিক দলগুলিকে নিয়ে এনডিএ তথা নেডা সরকার গঠন করবে বলে জোরের সঙ্গে বলেছেন তিনি। উত্তর-পূর্বাঞ্চলের এই তিন রাজ্য বিধানসভা নির্বাচন খুবই তাৎপর্যপূর্ণ। কংগ্রেস তিন রাজ্যেই ধূলিস্যাত হয়ে যাবে বলে দাবি করেছেন তিনি। বলেন, ত্রিপুরা, নাগাল্যান্ড এবং মেঘালয়ে বিজেপি-র যেখানে কোনও সংগঠন ছিল না, সেখানে মূল প্রতিদ্বন্দ্বিতায় আসাও কম বড় কথা নয়। তবে তিন রাজ্যেই বিজেপি নেতৃত্বাধীন নেডা-র সরকার হবে, আত্মবিশ্বাসের সুরে বলেছেন রাম মাধব।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন