মোদীকে ‘বিগবস’ বলায় রাহুলকে ‘ছোটভীম’ বলে কটাক্ষ স্মৃতির - Aaj Bikel
মোদীকে ‘বিগবস’ বলায় রাহুলকে ‘ছোটভীম’ বলে কটাক্ষ স্মৃতির

মোদীকে ‘বিগবস’ বলায় রাহুলকে ‘ছোটভীম’ বলে কটাক্ষ স্মৃতির

Share This

নয়াদিল্লি: অ্যাপে তথ্য পাচারের অভিযোগ নিয়ে বিজেপি–কংগ্রেস কাজিয়া অব্যাহত৷ যুজুদান দুই রাজনৈতিক দল বাক্যবানে কেউ কাউকে কটাক্ষ করতে ছাড়ছে না৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রাহুল গান্ধী বিগবস বলায় তার পাল্টা হিসেবে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি রাহুলকে ছোটাভীম বলে কটাক্ষ করেছেন৷ যা নিয়ে সরগরম জাতীয় রাজনীতি৷

সোমবারই কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বলেছেন, ‘ভারতীয়দের উপর গোয়েন্দাগিরি করতে চায় বিগ বস৷’ নরেন্দ্র মোদিকে তিনি বিগ বস বলেছেন৷ যার পাল্টা দিয়েছেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী স্মৃতি ইরানী৷ তিনি রাহুলকে উদ্দেশ্য করে বলেছেন, ‘ছোটা ভীমও রাহুল গান্ধীর চেয়ে অনেক বেশি জানে৷ সোমবারই কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বলেছেন, ‘ভারতীয়দের উপর গোয়েন্দাগিরি করতে চায় বিগ বস৷’ নরেন্দ্র মোদিকে তিনি বিগ বস বলেছেন৷ যার পাল্টা দিয়েছেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী স্মৃতি ইরানী৷ তিনি রাহুলকে উদ্দেশ্য করে বলেছেন, ‘ছোটা ভীমও রাহুল গান্ধীর চেয়ে অনেক বেশি জানে৷ যার অর্থ বিজেপি ও কংগ্রেস কাজিয়া তুঙ্গে উঠেছে৷ 
 
রাহুল সোমবার বলেছেন, ‘মোদির নমো অ্যাপ গোপনে অডিও, ভিডিও, বন্ধু ও পরিবারের ফোন নম্বর এমনকি কোথায় আপনি আছেন তাও জিপিএসের মাধ্যমে জেনে নিচ্ছে৷ বিগবসের মত ভারতীয়দের উপর গোয়েন্দাগিরি করা হচ্ছে৷ কংগ্রেসের পাশাপাশি বিজেপিও তথ্য চুরির অভিযোগ করেছে বিরোধী দলের বিরুদ্ধে৷ যার পাল্টা দিয়েছেন স্মৃতি ইরানী৷ তিনি বলেছেন, ‘নমো অ্যাপের মাধ্যমেই এনসিসি কী তা জানতে পারলেন রাহুল৷ এটা দেখেও ভাল লাগছে৷ আর রাহুল গান্ধীজী তো ছোটা ভীমের চেয়েও খারাপ৷ ছোটা ভীমও জানে, যে কোনও অ্যাপ ফোনে চালাতে গেলে একাধিক অনুমতি নিতে হয়৷

কোন মন্তব্য নেই: