দুর্গাপুর : প্রেমিকের বাড়ি থেকে প্রেমিকার মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য দেখা দিয়েছে। ঘটনায় প্রেমিককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে কাঁকসার পানাগড় বাজারে। মৃতার নাম মালতি মোদী(৪০)।
ঘটনায় জানা গিয়েছে, মালতিদেবী স্বামী, সন্তানকে ছেড়ে প্রেমিক রামেশ্বর রামের সঙ্গে পানাগড় হিন্দিস্কুলের পেছনে ভাড়াবাড়িতে থাকতেন। বৃহস্পতিবার সকালে সেখানে বিছানায় ওপর তাঁর মৃতদেহ উদ্ধার হয়। নাক, মুখ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। মুখ থেকে মদ্যপানের দুর্গন্ধ বের হচ্ছে।
মালতিকে খুন করা হয়েছে বলে অভিযোগ তাঁর পরিবারের। খবর পেয়ে তাঁর ভাই পঙ্কজ পান্ডে পৌঁছায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার পুলিশ। তাঁর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে রহস্যের দানা বেঁধেছে। তবে পুলিশের প্রাথমিক অনুমান অত্যধিক মদ্যপানের জন্য মৃত্যু হতে পারে। ঘটনায় পরমেশ্বরকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। বক্তব্যে অসঙ্গতি থাকায় তাঁকে আটক করে পুলিশ। আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটে ডিসি(পূর্ব) অভিষেক মোদী জানান," ঘটনার তদন্ত শুরু হয়েছে।"
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন