কলকাতা : হাবরায় দোল উৎসবে অংশগ্রহণ করতে যাওয়ার পথে অসুস্থ হয়ে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হল খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে৷ তিনি এখন চিকিৎসাধীন৷ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল৷ জানা গিয়েছে, কার্ডিওলজি বিভাগে তাঁর চিকিৎসা চলছে৷ এক কার্ডিওলজি ও জেনারেল মেডিসিন চিকিৎসকদের অধীনে খাদ্যমন্ত্রীর চিকিৎসা চলছে৷ অনুমান, হৃদযন্ত্রের সমস্যা নিয়েই তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন৷
তৃণমূল সূত্রে খবর, এদিন হাবরায় নিজের বিধানসভা কেন্দ্রে যাচ্ছিলেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক৷ অসুস্থ বোধ করায় তাকে দ্রুত হাসপাতালে নিয়ে আসা হয়৷ এদিকে মন্ত্রীর অসুস্থতার খবর পেয়ে খোঁজ খবর করা শুরু করে দেন তৃণমূলের নেতা মন্ত্রীরা৷ অনেকে ফোন করে মন্ত্রীর স্বাস্থ্যের খবর নেন৷
জ্যোতিপ্রিয় মল্লিক রাজ্যের খাদ্যমন্ত্রীর পাশাপাশি উত্তর ২৪ পরগণা জেলার তৃণমূলের সভাপতি পদেও বহাল রয়েছেন৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন