নয়াদিল্লি : দেশকে রক্ষার পাশাপাশি বিভিন্ন জনমুখী কাজে সমান ভাবে কাজ করে চলেছে সেনাবাহিনী। এমনই দাবি করলেন সেনাপ্রধান বিপিন রাওয়াত। বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে আয়োজিত ‘রাষ্ট্র গঠনে সেনাবাহিনীর ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় সেনাপ্রধান বিপিন রাওয়াত বলেন, প্রত্যন্ত অঞ্চলে যেখানে সরকারের পৌঁছতে পারে না, সেখানে সেনাবাহিনী সাধারণ মানুষদের শিক্ষা এবং স্বাস্থ্য পরিষেবা দিয়ে চলেছে। সেইসব অঞ্চলের সিংহ ভাগ এলাকা সেনাবাহিনীর রসদের উপর নির্ভরশীল।’
সেনাপ্রধান আরও বলেন যেসব জায়গায় সেনাবাহিনী মোতায়ন করা রয়েছে সেখানে স্থানীয় উৎপাদন কিনে নেয় সেনাবাহিনী। সেনাপ্রধানের মতে এর ফলে সাধারণ মানুষ আর্থিক ভাবে লাভবান হয়েছেন। সেনাপ্রধান বলেন, সেনাবাহিনীর প্রত্যেক সদস্য যখন বেতন তোলেন তখন তাদের কাছ থেকে আয়কর কেটে নেওয়া হয়। সেইসব টাকা দেশের উন্নয়নে কাজে ব্যবহার করা হয়।
প্রসঙ্গত, বন্যা, ভূমিকম্পের সময় সেনাবাহিনী ঝাঁপিয়ে পড়ে। এর পাশাপাশি বিভিন্ন জনমুখী প্রকল্পে সেনাবাহিনী নিজেদের সাধ্যের বাইরে বেরিয়ে সাহায্য করে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন