এবার রেলের পরীক্ষায় বাধ্যতামূলক হচ্ছে আধার - Aaj Bikel
এবার রেলের পরীক্ষায় বাধ্যতামূলক হচ্ছে আধার

এবার রেলের পরীক্ষায় বাধ্যতামূলক হচ্ছে আধার

Share This

নয়াদিল্লি: সরকারি বিভিন্ন দপ্তরে পরিষেবা পেতে ইতিমধ্যেই একাধিক ক্ষেত্রে আধার কার্ড বা আধার আইডেন্টিফিকেশন নাম্বরকে বাধ্যতামূলক করেছে কেন্দ্রীয় সরকার। এবার সেই ক্ষেত্রে জুড়তে চলেছে রেলের পরীক্ষাও।  ইতিমধ্যে অ্যাসিট্যান্ট লোক পাইলট, টেকনিশিয়ান, গ্ৰুপ ডি মিলিয়ে প্রায় ৯০ হাজার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ভারতীয় রেল মন্ত্রক।  আসন্ন এই পরীক্ষাগুলিতে যে সব প্রার্থীরা আবেদন করবেন তাঁদের আইডেন্টিটি ভেরিফিকেশন করা হবে আধার নম্বরের মাধ্যমে।


যাঁরা রেলের বিভিন্ন পরীক্ষায় আবেদন করছেন , সেখানে অনলাইন আবেদনের ক্ষেত্রে ১২ ডিজিট আধার নম্বর দেওয়ার অপশন বাধ্যতামূলক করা হয়েছে। যাঁদের এখনও আধার নম্বর আসেনি তাঁদের ২৮ ডিজিট আধার এনরোলমেন্ট নম্বর দিতে হবে। রেলের পরীক্ষাতে কোনোরকম নকল, কারচুপি যাতে না করা যায়, সম্পূর্ণ স্বচ্ছভাবে রেলে নিয়োগের পরীক্ষা সম্পন্ন করা যায়, তার জন্যই এই ব্যবস্থা নেওয়া হবে বলে একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড।

কোন মন্তব্য নেই: