কমিউনিষ্ট পার্টি-মমতা বন্দ্যোপাধ্যায়ের কোন পার্থক্য নেই, দুর্গাপুরে দোল খেলতে এসে তোপ মুকুলের - Aaj Bikel
কমিউনিষ্ট পার্টি-মমতা বন্দ্যোপাধ্যায়ের কোন পার্থক্য নেই, দুর্গাপুরে দোল খেলতে এসে তোপ মুকুলের

কমিউনিষ্ট পার্টি-মমতা বন্দ্যোপাধ্যায়ের কোন পার্থক্য নেই, দুর্গাপুরে দোল খেলতে এসে তোপ মুকুলের

Share This



দুর্গাপুর  : “মার্কসবাদী কমিউনিষ্ট পার্টি আর মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে কোন পার্থক্য নেই। উনি এখন বুদ্ধ'দার শরীরের খবর নেন। কমিউনিষ্ট পার্টি আর তৃণমূল মিলে মিশে একাকার”। বৃহস্পতিবার দুর্গাপুরে দলীয় কর্মীদের সঙ্গে দোল খেলতে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এমনই তোপ দাগলেন বিজেপি নেতা মুকুল রায়। পাশাপাশি তিনি ত্রিপুরায় বিজেপির সরকার গঠনের আশা প্রকাশ করেন। এবং আগামী পঞ্চায়েত নির্বাচনে হিংসার আশঙ্কা প্রকাশ করেন মুকুল রায়।

শনিবার ত্রিপুরাসহ তিন রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল ঘোষনার দিন। কার্যত সেই দিকে মুখিয়ে রাজ্য বিজেপি। আবার ওই ফলাফলের ওপর নির্ভর করছে বামেদের অস্তিত্ব। বৃহস্পতিবার দিল্লি থেকে ঝটিকা সফরে আসেন বিজেপি নেতা মুকুল রায়। পুরুলিয়ায় দলীয় সভায় যোগ দিতে যাওয়ার আগে দুর্গাপুর গেষ্ট হাউসে দলীয়কর্মী সমর্থকদের সঙ্গে আবির খেলায় মাতলেন। সাংবাদিকদের মুখোমুখি জানান," ত্রিপুরায় জনমতের বিরুদ্ধে সিপিএম একটা সাংগঠনিক লড়াই করছে।

সেখানে বিজেপি আশানুরূপ ফল করে ক্ষমতায় আসবে।" পাশাপাশি তিনি রাজ্যে তৃণমূল নেত্রীর কড়া সমালোচনা করে বলেন," মার্কসবাদী কমিউনিষ্ট পার্টি আর মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে কোন পার্থক্য নেই। উনি এখন বুদ্ধ'দার শরীরের খবর নেন। উনি এখন কমিউনিষ্ট পার্টিদের সঙ্গে আছেন। কমিউনিষ্ট পার্টি আর তৃণমূল মিলে মিশে একাকার।" আগামী পঞ্চায়েত নির্বাচনে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন," রাজ্যে গনতন্ত্রকে হত্যা করা হচ্ছে। ব্যপক হিংসার দিকে এগোচ্ছে সরকার। যার দোসর পুলিশ। থানার ওসিরা এখন তৃণমূলের ব্লক সভাপতি। তবে বিনা যুদ্ধে বিজেপি এক সুঁচ জমি ছাড়বে না।"

কোন মন্তব্য নেই: