রং খেলে বাড়ি ফিরে মায়ের বকুনি, অভিমানে ছাত্রের আত্মহত্যা - Aaj Bikel
রং খেলে বাড়ি ফিরে মায়ের বকুনি, অভিমানে ছাত্রের আত্মহত্যা

রং খেলে বাড়ি ফিরে মায়ের বকুনি, অভিমানে ছাত্রের আত্মহত্যা

Share This

অশোকনগর  : স্কুলে বন্ধুদের সঙ্গে রং খেলে বাড়িতে ফিরলে বকাবকি করেন মা| আর তাতেই অভিমান হয়ে রাতে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হল ছেলে| মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে উত্তর ২৪ পরগনার অশোকনগরের ১৩ নম্বর ওয়ার্ডের। মৃতের নামে শুভজিৎ হালদার। বৃহস্পতিবার শুভজিতের দেহ ময়নাতদন্তের জন্য বারাসত হাসপাতালে পাঠানো হয়েছে।

 পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেলে অশোকনগর বয়েজ় সেকেন্ডারি স্কুলের ক্লাস নাইনের ছাত্র শুভজিৎ স্কুলে বন্ধুদের সঙ্গে রং খেলে বাড়ি ফিরেছিল| ছেলেকে রং খেলে বাড়ি ঢুকতে দেখে মা তাকে বকাবকি এবং মারধর করেন| এরপর ছেলে শুভজিত অভিমানে না খেয়ে গড়ে ডিউক দরজা বন্ধ করে দেয়| প্রাথমিক ভাবে বাড়ির লোকজন মনে করে অভিমানেই সে না খেয়ে ঘরের দরজা বন্ধ করে আছে| কিন্তু রাত বাড়ার সঙ্গে সঙ্গে ছেলে ঘরের দরজা খুলছে না দেখে পরিজনেরা ডাকাডাকি শুরু করেন| কিন্তু ভেতর থেকে কোনও সাড়াশব্দ না মেলায় তখন সবার সন্দেহ হয়| তখন বাড়ির লোকজন দরজা ভেঙে দেখেন শুভজিত গলায় দড়ি দিয়ে ঝুলছে| সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেন| এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে|

কোন মন্তব্য নেই: