মাদুরাই(তামিলনাডু): পুলিশের সঙ্গে এনকাউন্টারে খতম দুই কুখ্যাত সমাজবিরোধী। মাদুরাইয়ের পুলিশ সুপার মণিভান্নান জানিয়েছেন, একটি খুনের অভিযোগে অভিযুক্ত ওই দুই সমাজবিরোধীকে ধরার জন্য পুলিশ অভিযান চালায়। পুলিশকে দেখামাত্রই ওই দুই দুষ্কৃতি পুলিশকর্মীদের দিকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে। পাল্টা জবাব দেয় পুলিশ, শুরু হয় এনকাউন্টার। এই এনকাউন্টারে খতম হয় ওই দুই দুষ্কৃতি।
প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে আত্মরক্ষার করতে গিয়ে পুলিশ গুলি চালিয়েছে। আর তাতেই মানথিরি এবং সাকুনি কার্তিক নামে দুই দুষ্কৃতি নিহত হয়েছে। তাদের বিরুদ্ধে সিকন্দর চভাডি নামে এক ব্যক্তিকে খুন করার অভিযোগ ছিল। এই সংঘর্ষে আহত হয়েছেন এক পুলিশকর্মী। পুলিশ সূত্রে জানানো হয়েছে, সমাজবিরোধীদের বিরুদ্ধে এইরকম একাধিক অভিযান আগামী দিনে আরও করবে পুলিশ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন