মেদিনীপুর: দোল পূর্ণিমায় সারা ভারত মেতেছে রঙ র খেলায়। বসন্ত তো এসে গেছে। আর গড়বেতা কি উৎসবে মাতবে না তা কি হয়। যেখানে সাংস্কৃতিক খ্যাতি রয়েছে। আজও গড়বেতা সাক্ষী থাকল দোল পূর্ণিমার মাধ্যমে বসন্তকে স্বাগত জানানোর একটি সুমধুর অনুষ্ঠানের।
গড়বেতার স্কুল মাঠে আয়োজিত এই বসন্ত উৎসবটি হল গড়বেতা ১নং ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যেগে, এলাকার বিখ্যাত কৃতি নৃত্য শিল্পী সোমা কুণ্ডুর "গড়বেতা নৃত্যাঞ্জলী নৃত্য শিক্ষালয়ের ব্যবস্থাপনায়। সকালে প্রভাত ফেরির পর মুল অনুষ্ঠানটি শুরু হয়। নানান রঙিন আবিরের ছোঁয়া আর নৃত্য গীতে এই অনুষ্ঠানটি সকলের মন জয় করে নেয়। ১৮৬ জন শিশু নৃত্য শিল্পী নৃত্যে অংশ নেয়।
শুধু শিশুরাই নয় অভিভাবক-অভিভাবিকারাও নৃত্যে অংশ নেয়। অনুষ্ঠানটির আয়োজন ছিল চমকপ্রদ। শুধু নৃত্য ও আবির খেলাই নয়, জল খাবার থেকে মধ্যাহ্ন ভোজনের এলাহি ব্যবস্থাও ছিল আয়োজকদের তরফ থেকে। কালার্স বাংলা খ্যাত ঔন্দ্রিলাও অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন। এই ধরনের আয়োজনে অভিভূত ও খুশী গড়বেতাসহ এলাকার মানুষজন। অনুষ্ঠানটিতে উপস্থিত থাকতে পেরে খুশী গোয়ালতোড়ের তনুশ্রী লোহার। তিনি জানান, আজকের এই অনুষ্ঠান দেখে তিনি আপ্লুত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন