উর্দু শিক্ষকের অপ্রতুলতা শীঘ্রই দূর করা হবে : নীতিশ কুমার - Aaj Bikel
 উর্দু শিক্ষকের অপ্রতুলতা শীঘ্রই দূর করা হবে : নীতিশ কুমার

উর্দু শিক্ষকের অপ্রতুলতা শীঘ্রই দূর করা হবে : নীতিশ কুমার

Share This

পাটনা   : বিহারে উর্দু শিক্ষকের অপ্রতুলতা শীঘ্রই দূর করা হবে| মঙ্গলবার রাজধানী পাটনার রবীন্দ্র ভবনে গোলাম সরবর জয়ন্তীর উর্দু দিবসের একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে এ কথা বললেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার|
বিহারে উর্দু শিক্ষকের অপ্রতুলতা রয়েছে | এবিষয়ে মঙ্গলবার রাজধানী পাটনার রবীন্দ্র ভবনে গোলাম সরবর জয়ন্তীর উর্দু দিবসের একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এ কথা বলেন, রাজ্যে ২৭ হাজার শিক্ষক নিয়োগের যোজনা ইতিমধ্যেই তৈরি করা হয়েছে| কিন্তু আক্ষেপের বিষয় এই বিষয়টি বাস্তবায়িত হতে কিছুটা দেরি হবে| তবে চিন্তার কোনও কারণ নেই, সমাধান হয়ে যাবে| বিধানসভার অধিবেশন শেষ হয়ে গেলে এপ্রিলের প্রথম সপ্তাহের মধ্যে শিক্ষামন্ত্রী এবং প্রধান সচিবের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা গ্রহণ করা হবে|

তিনি আরও বলেন, আমার ইচ্ছা শুধু উর্দু শিক্ষক নিয়োগই নয়, এমন শিক্ষক নিয়োগ করা হবে যারা ছাত্রদের ভাল ভাবে উর্দু পড়া এবং লেখা শেখাতে পারবেন| মুখ্যমন্ত্রী বলেন উর্দু একটি সুন্দর এবং শক্তিশালী ভাষা| সবার এই ভাষা শেখা উচিত| কোনও ভাষা বিশেষ কোনও সম্প্রদায়ের হয় না| উর্দু হিন্দুস্থানের ভাষা| হিন্দি-উর্দু ভাষা যদি একে অপরের সঙ্গে মিশে যায় তার মাধুর্যতা আরও বেড়ে যায়| এর আগে অল্প সংখ্যক প্রাথমিক স্তরের ছাত্রকে প্রথম শ্রেণী পাশের পর ১০ হাজার টাকা করে অনুদান শুরু করার পর ছাত্র সংখ্যা ২২ -২৩ হাজারের থেকে বেড়ে ২৫-২৬ হাজার হয়ে গিয়েছে| এই বছরেও মাদ্রাসা থেকে পাশ করা ছাত্রদের পুরস্কার দেওয়া হবে| অল্প সংখ্যক ছাত্রদের শিক্ষার সাহায্যের জন্য মাদ্রাসা শিক্ষা বাজেটে ২৫ হাজার কোটি টাকা বাড়িয়ে ১০০ কোটি টাকা করা হয়েছে|

কোন মন্তব্য নেই: