নয়াদিল্লি : গুরু গোবিন্দ সিংয়ের ৩৫০ তম জন্মবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে রিজার্ভ ব্যাঙ্ক বাজারে আনছে ৩৫০ টাকার কয়েন।
শিখধর্মের দশম গুরু গুরু গোবিন্দ সিং| ১৬৬৬ সালের ডিসেম্বরে তিনি বর্তমান ভারতের বিহার রাজ্যের পাটনা শহরে জন্মগ্রহণ করেন। তাঁর ৩৫০ তম জন্মবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে ৩৫০ টাকার কয়েন বাজারে আনছে রিজার্ভ ব্যাঙ্ক |
আরবিআই এক বিবৃতি জারি করে বলেছে, কয়েনের সামনের দিকে অশোক স্তম্ভের লায়ন ক্যাপিটাল থাকবে, নীচে লেখা থাকবে সত্যমেব জয়তে। কয়েনের বাঁদিকে দেবনগরী হরফে লেখা থাকবে ভারত এবং ডানদিকে ইংরেজিতে ভারত লেখা থাকবে। কয়েনের মধ্যে টাকার সিম্বল থাকবে, সঙ্গে ৩৫০ টাকা সংখ্যায়ও লেখা থাকবে।এই কয়েনের পরিধি হবে ৪৪ মিলিমিটার। ৫০ শতাংশ রুপো, ৪০ শতাংশ তামা, ০৫ শতাংশ নিকেল এবং ০৫ শতাংশ জিঙ্ক দিয়ে তৈরি হবে কয়েনটি। কয়েনের উল্টো পিঠে তখত শ্রী হরিমন্দির জি পটনা সাহিবের একটি ছবি রয়েছে। এছাড়া দেবাঙ্গিরি হরফে ওপরে এবং ইংরেজিতে নীচে লেখা শ্রী গুরু গোবিন্দ সিংহ জি-র ৩৫০ তম প্রকাশ উত্সব। এছাড়া বছর ‘১৬৬৬’ এবং ‘২০১৬’ কয়েনের ডান এবং বাম দিকে লেখা থাকবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন