বিবাহিতদের নিয়োগ করা যাবে না! হাইকোর্টে জানাল কেন্দ্র - Aaj Bikel
বিবাহিতদের নিয়োগ করা যাবে না! হাইকোর্টে জানাল কেন্দ্র

বিবাহিতদের নিয়োগ করা যাবে না! হাইকোর্টে জানাল কেন্দ্র

Share This

নয়াদিল্লি: সেনার আইনি পরামর্শদাতা শাখা জেএজিতে বিবাহিতদের নিয়োগ করলে খরচ বাড়বে বলে দিল্লি হাইকোর্টে জানাল কেন্দ্রীয় সরকার। খরচ বাড়ার কারণ জানাতে গিয়ে কেন্দ্র বলেছে, বিবাহ সংক্রান্ত দায়িত্ব পালন করতে গিয়ে কেউ যদি প্রশিক্ষণের সময় অনুপস্থিত থাকে তবে তাঁর বদলি পেতে অনেক কাঠখড় পোড়াতে হয়। ফলত, খরচ বাড়ে।

আইনজীবী কুশ কালরা ২০১৬ সালের মে মাসে দিল্লি হাইকোর্টে জনস্বার্থ মামলা করে জানান, বিবাহিত মহিলারা প্রাতিষ্ঠানিক বঞ্চনার শিকার। কারণ, তাঁদের জাজ অ্যাডভোকেট জেনারেল (জেএজি) দপ্তরে নিয়োগ করা হয় না। যার উত্তরে গত বছর আগস্টে সেনার পক্ষে বিবৃতি দিয়ে জানানো হয়, বিবাহিত পুরুষদেরও এই কাজে নিয়োগ করা হয় না। তার কারণ ব্যাখ্যা করে মঙ্গলবার দিল্লি হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি গীতা মিত্তল এবং বিচারপতি সি হরিশঙ্করের বেঞ্চে কেন্দ্র অতিরিক্ত খরচের যুক্তি দিল।

কোন মন্তব্য নেই: