কলকাতা : উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বেআইনি কাজ করেছেন বলে দাবি করলেন বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় | বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের লাঠিখেলা প্রসঙ্গে রবীন্দ্রনাথবাবু বলেছে, “আমি ওঁর নাক-মুখ ও চোখ ফাটিয়ে দেব। এতটা সামর্থ্য আমার রয়েছে।”
মঙ্গলবার সংবাদ সম্মেলনে প্রশ্নের উত্তরে বাবুল বলেন, “জনপ্রতিনিধি হিসাবে এ ধরনের কথা কেউ বললে আইনের চোখে তাঁর অপরাধী হওয়ার কথা। তা ছাড়া এ রকম কথা শুনতেও তো ভাল লাগে না! জানিনা, ওঁর কোনও বোধ আছে কিনা।”
খড়গপুরে রাম নবমীর একটি অনুষ্ঠানে রবিবার লাঠিখেলা দেখান দিলীপ ঘোষ। সোমবার কোচবিহারে সাংবাদিকদের সামনেই দিলীপবাবুকে চ্যালেঞ্জ ছুড়ে দেন রবীন্দ্রনাথবাবু। সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে উঠে আসে দিলীপ ঘোষের কথা। ‘দিলীপবাবু তো লাঠি খেলা দেখালেন’, এমনটাই বলে ফেলেন এক সংবাদকর্মী। আর তাতেই তেলেবেগুনে জ্বলে উঠেন মন্ত্রীমশাই। প্রশ্নের উত্তরে রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “লাঠি নিয়ে খেলতে না চাইলে, আমি ওঁর সঙ্গে কুস্তি করতে রাজি। মাত্র তিন মিনিটেই তাঁকে কুপোকাত করে ফেলবো। যদি বক্সিং করতে চায়, তাহলেও ভাল। আমি ওঁর নাক-মুখ ও চোখ ফাটিয়ে দেব। এতটা সামর্থ্য আমার রয়েছে।”
উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর এহেন মন্তব্যে ইতিমধ্যে দানা বেঁধেছে বিতর্ক। জনপ্রতিনিধি হয়ে আইন হাতে তুলে নেওয়ার কথা কী করে বলেন তিনি? উঠছে এমন প্রশ্নই।
সম্প্রতি বীরভূমে অনুব্রত মন্ডল বিজেপি সম্পর্কে একাধিক কু কথা বলেছেন। এ নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে বাবুলবাবু মঙ্গলবার বলেন, “ওঁর কথা আর কি বলব? স্বয়ং মুখ্যমন্ত্রী বলেছেন ওঁর মাথাতে নাকি অক্সিজেন যায় না!”
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন