পুর-চিকিৎসকদের থাইরয়েড নিরাময়ের প্রশিক্ষণ দেওয়া হবে - Aaj Bikel
পুর-চিকিৎসকদের থাইরয়েড নিরাময়ের প্রশিক্ষণ দেওয়া হবে

পুর-চিকিৎসকদের থাইরয়েড নিরাময়ের প্রশিক্ষণ দেওয়া হবে

Share This


কলকাতা  : দ্রুত ছড়াচ্ছে থাইরয়েডের রোগ৷ আগাম চিকিৎসা করালে নিরাময় হতে পারে এই রোগের৷ কলকাতা পুরসভার চিকিৎসকদের এই রোগ চিকিৎসার প্রশিক্ষণ ব্যবস্থা করছেন পুর-কর্তৃপক্ষ৷ শুক্রবার এ কারণে একটি সমঝোতাপত্র (মউ) সই হল পুরভবনে৷

পুরসভা সূত্রের খবর, ভারতে থাইরয়েড রোগীর সংখ্যা প্রায় ৪ কোটি ২০ লক্ষ৷ বড় শহরগুলির মোট বাসিন্দার ১০.৯৩ শতাংশ এই রোগের স্বীকার৷ বয়স্কদের ক্ষেত্রে থাইরয়েড গ্ল্যান্ডের বৃদ্ধি হতে পারে মানসিক অবসাদের কারণ৷ নতুন এক গবষণায় প্রমাণ হয়েছে এমনই এক তথ্য৷ শরীরের বিপাকীয় ক্ষমতাকে নিয়ন্ত্রণ করার সঙ্গে থাইরয়েড মানসিক সুস্থতার উপরেও গভীর প্রভাব বিস্তার করে৷

মেয়র পারিষদ অতীন ঘোষ এ দিন সাংবাদিকদের পরে বলেন, “ম্যালেরিয়ার মত ছোয়াচে রোগে অনেকের মৃত্যু হয়৷ কিন্তু তার চেয়েও বেশি বিপজ্জনক থাইরয়েডের মত অ-ছোয়াচে রোগ৷ এর আগে আমরা পুরসভার ক্লিনিকগুলিতে ধাপে ধাপে ডায়াবেটিস, সিওপিডি প্রভৃতির চিকিৎসার প্রশিক্ষণ দিয়েছি৷ এবার পরিকাঠামো তৈরী করে থাইরয়েডের চিকিৎসার প্রশিক্ষণ দেওয়া হবে৷

কলকাতা পুরসভার সঙ্গে এ দিন এ কারণে মউ সই হল ডায়াবেটস এন্ড এন্ডক্রিনলজি ফোরাম এবং নয়াদিল্লির পাবলিক হেলথ ফাউণ্ডেশন ইন ইন্ডিয়ার মধ্যে৷ এই দুই সংস্থার বিশেষজ্ঞরা পুরসভার চিকিৎসকদের পর্যায়ক্রমে প্রশিক্ষণ দেবেন৷

কোন মন্তব্য নেই: