কাঁথি : পূর্ব মেদিনীপুর জেলা শিশু সুরক্ষা ইউনিটের উদ্যোগে সোমবার শুরু হল শিশু সুরক্ষা প্রকল্পের পরিষেবা,পরিকাঠামো বিষয়ে দু'দিনের প্রশিক্ষণ শিবির |
এদিন পূর্ব মেদিনীপুর জেলা কাঁথি মহকুমারকাঁথি-১,কাঁথি-২দেশপ্রাণ, রামনগর-১ ও রামনগর-২ ব্লকের শিশু সুরক্ষা সমিতির সদস্যদের নিয়ে কাঁথি মহকুমার প্রশিক্ষণ সভাকক্ষে সুসংহত শিশু সুরক্ষা প্রকল্পের পরিষেবা,পরিকাঠামো বিষয়ে দু'দিনের প্রশিক্ষণ শিবির শুরু হল । এ দিনের প্রশিক্ষণ শিবিরে কাঁথি মহকুমার চার ব্লকের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ,পঞ্চায়েত সমিতির সদস্য, গ্রাম পঞ্চায়েত প্রধান সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার ৬০জন সদস্য যোগ দেন।
এ দিনের প্রশিক্ষণ শিবিরে পূর্ব মেদিনীপুর জেলার সমাজকল্যাণ দফতরের আধিকারিক পুর্ণেন্দু পৌরাণিক বলেন, "২০০৯সালের ফেব্রুয়ারি থেকে পূর্ব মেদিনীপুর জেলায় "সুসংহত শিশু সুরক্ষা"প্রকল্প সরকারিভাবে শুরু হয়েছে।এই প্রশিক্ষণ শিবিরে যারা অংশগ্রহণ করেছে, তাঁরা গ্রাম স্তরের শিশু সুরক্ষা সমিতির সদস্যদের প্রশিক্ষণ দেবেন।" এছাড়া উপস্থিত ছিলেন কাঁথির মহকুমাশাসক শুভময় ভট্টাচার্য, কাঁথি-১ব্লকের বিডিও লিপন তালুকদার প্রমুখ। এ দিনের প্রশিক্ষণ শিবিরে কাঁথি মহকুমার চার ব্লকের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ,পঞ্চায়েত সমিতির সদস্য, গ্রাম পঞ্চায়েত প্রধান সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার ৬০জন সদস্য যোগ দেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন