সিসি টিভির নজরদারিতে ঘিরছে দমদম - Aaj Bikel
সিসি টিভির নজরদারিতে ঘিরছে দমদম

সিসি টিভির নজরদারিতে ঘিরছে দমদম

Share This

কলকাতা: দমদম পুরসভা এলাকায় কৈখালি রোড জংশন, বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে, ক্যান্টনমেন্ট রোড সহ বিভিন্ন জায়গায় ১০০টি সিসি টিভি বসানো হচ্ছে। আগামী সপ্তাহ থেকে কাজ শুরু হবে। কোথায় বসানো হবে, তা খতিয়ে দেখার কাজ শুরু করেছে পুলিস ও পুরসভা। রাজ্য সরকারের গ্রিন সিটি মিশনের আওতায় এই কাজ হচ্ছে। দমদম থানা থেকে এটি নিয়ন্ত্রিত হবে। পুরসভার পক্ষ থেকে এমনই জানানো হয়েছে। 

কোন মন্তব্য নেই: