নিলামে উঠল রবীন্দ্রনাথের স্বাক্ষরিত বই - Aaj Bikel
নিলামে উঠল রবীন্দ্রনাথের স্বাক্ষরিত বই

নিলামে উঠল রবীন্দ্রনাথের স্বাক্ষরিত বই

Share This

ওয়াশিংটন: রবীন্দ্রনাথ ঠাকুরের স্বাক্ষরিত ‘দি কিং অব দি ডার্ক চেম্বার’ বইটির নিলাম হল। আমেরিকায় বইটি ৭০০ ডলারে নিলাম হয়ে যায়। তাঁর বিখ্যাত নাটক ‘রাজা’র ইংরেজি অনুবাদ হল ‘দি কিং অব দি ডার্ক চেম্বার’। ১৯১৬ সালে বোলপুর সংস্করণে ম্যাকমিলান কোম্পানির দ্বারা বইটি প্রকাশিত হয়েছিল। বইটির ভূমিকা পৃষ্ঠায় রবীন্দ্রনাথের স্বাক্ষর রয়েছে। 

কোন মন্তব্য নেই: