বনদফতরের ক্যামেরায় লালগড়ের জঙ্গলে ধরা পড়ল রয়েল বেঙ্গল টাইগার - Aaj Bikel
বনদফতরের ক্যামেরায় লালগড়ের জঙ্গলে ধরা পড়ল রয়েল বেঙ্গল টাইগার

বনদফতরের ক্যামেরায় লালগড়ের জঙ্গলে ধরা পড়ল রয়েল বেঙ্গল টাইগার

Share This

ঝাড়্গ্রাম  : সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বনদফতরের ক্যামেরায় লালগড়ের জঙ্গলে ধরা পড়ল রয়েল বেঙ্গল টাইগার। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা লালগড় এলাকাজুড়ে।এত দিন ধরে হায়না বা লেপার্ডই হানা দিয়ে গ্রামের গরু,বাছুর গুলিকে আক্রমন করেছিল এবং মেরে ফেলছিল বলেই মনে করছিল বনদফতর।


পায়ের ছাপ ও প্রত্যক্ষদর্শীদের বয়ানেও বনদফতর মনে করেছিল জন্তুটি হায়না বা লেপার্ড। কিন্তু বৃহস্পতিবার রাতে লালগড়ের জঙ্গলে বনদফতরের লাগানো ক্যামেরায় ধরা পড়ল রয়াল বেঙ্গল টাইগারের ছবি। লালগড় রেঞ্জের মেলখেড়িয়ার জঙ্গলে বনদফতরের লাগানো দুটি ক্যামেরার মধ্যে একটি ক্যামেরায় ধরা পড়ে ছবি।বনদফতর জানিয়েছে নিশ্চিতভাবে এটি রয়াল বেঙ্গল টাইগার। বনদফতরের প্রাথমিক অনুমান পূর্নবয়স্ক এই বাঘটি ওড়িশার সিমলিপাল জঙ্গল থেকে এসেছে। কিছুদিন আগে পুরুলিয়ার কোটশিলার জঙ্গলে একটি লেপার্ডের দেখা মিললেও এই প্রথম দক্ষিনবঙ্গে রয়েল বেঙ্গল টাইগারের দেখা মিলল।

 এর আগে বাইশনের অর্থাৎ গৌরের দেখা মিলেছিল ঝাড়গ্রাম রেঞ্জের জঙ্গলে। কিন্তু একেবারে রয়াল বেঙ্গল টাইগার এই ঘটনায় রীতিমত বিষ্ময় তৈরি করেছে বনদফতর সহ আপামর সাধারণ জনগনের মধ্যে। বাঘের খবরে সাধারণ মানুষের মধ্যে এতটাই উৎসাহ তৈরি হয়েছে যে ঝাড়গ্রাম জেলার দূরদূরান্তের উৎসাহী লোকেরা লালগড়ে আসতে শুরু করেছে।উল্লখ্য গত প্রায় এক মাস ধরে লালাগড়ের রামগড়,আমলিয়া,মেলখেড়িয়া,পাথরপাড়া,রাঙ্গিয়াম,পেলিয়া সহ বিভিন্ন গ্রাম থেকে খবর আসছিল বাঘ গ্রাম লাগোয়া জঙ্গল থেকে গরু আক্রমন করছে।এমনিকি বেশ কয়েকটি গ্রামে বাছুর খেয়ে নাওয়ার মতো ঘটনা ঘটেছে।কয়েক দিন আগে মধুপুরের দিক থেকে বাঘটি লোকেরা দেখতে পেয়েছিল বলে বনদফতর খবর পেয়েছিল।আমলিয়া গ্রামের চারটি গরু জঙ্গলে গিয়ে আর ফেরেনি।ক্রমাগত আক্রমনের ঘটনা ঘটে চলেছিল ।তারমধ্যে একটি বাঘের ছবি সোস্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল। তারপরই বনদফর সিদ্ধান্ত নিয়ে লালগড়ের বিভিন্ন জঙ্গলের সাতটি স্থানে ক্যামেরা লাগায়।

 বৃহস্পতিবার মেলখেড়িয়ার জঙ্গলে রাতে দুটি ক্যামেরার মধ্যে একটিতে ধরা পড়ে বাঘের ছবিটি।বনদফতরের পক্ষ থেকে জঙ্গলে কৃত্রিমভাবে তৈরি পচা,গলা মাংসের গন্ধ স্প্রে করা হয়। আর সেই গন্ধেই বাঘটি মেলখেড়িয়ার জঙ্গলে এসে ক্যামেরা বন্দী হয়। তবে বনদফতর এখনো নিশ্চিত নয় লালগড়ের জঙ্গলে বাঘ একটি আছে না দুটি ।বনদফতর বাঘটিকে ধরে সুন্দরবনে পাঠাবে বলে জানা গিয়েছে। ইতিমধ্য সুন্দর বন থেকে দুটি টিম আসছে বাঘ টিকে ধরার জন্য। বনদফতরের পক্ষ থেকে লালগড়ের বিভিন্ন জঙ্গলে নজরদারি বাড়ানো হয়েছে।

 গ্রামবাসীদের উদ্দেশ্যে সন্ধ্যার পর এবং নির্জন সময়ে জঙ্গলে যেতে নিষেধ করা হয়েছে।এর সাথে গ্রামবাসীদের এক সঙ্গে যাতায়াত করার পরামর্শ দিচ্ছে বনদফতর।এছাড়া জঙ্গল পথ এড়িয়ে চালার কথা বলেছে বনদফতর।এই বিষয়ে মেদিনীপুর ডিভিশনের ডিএফও রবীন্দ্রনাথ সাহা বলেন“ দীর্ঘদিন ধরে একটা বাঘের অস্তিত্ব নিয়ে জল্পনা ছিল। বেশ কিছু গরু বন্য জন্তু আক্রমনে মারা গিয়েছিল আহত হয়েছিল। আমরা নিশ্চিত হতে লালগড়ের জঙ্গলে সাতটি জায়গায় ক্যামেরা বসিয়েছিলাম।মেলখেড়িয়ার জঙ্গলে দুটি ক্যামেরায় ছবি ধরা পড়েছে। এটি রয়াল বেঙ্গল টাইগার। প্রাথমিক অনুমান ঝাড়খন্ড বা ওড়িশার সিমলিপাল থেকে এসেছে।আমরা পুরো বিষয়টি তদন্ত করছি। বাঘটি ধরার জন্য সুন্দরবন থেকে এক্সপার্ট টিম আসছে লালগড়ে।”

কোন মন্তব্য নেই: