স্পেশাল স্ক্রিনিং দেখে পরী’কেই অনুষ্কা অভিনীত সেরা বললেন বিরাট - Aaj Bikel
স্পেশাল স্ক্রিনিং দেখে পরী’কেই অনুষ্কা অভিনীত সেরা বললেন বিরাট

স্পেশাল স্ক্রিনিং দেখে পরী’কেই অনুষ্কা অভিনীত সেরা বললেন বিরাট

Share This

নয়াদিল্লি   : শুক্রবার হোলিতে মুক্তি পেল স্ত্রী অনুষ্কা শর্মা অভিনীত ফিল্ম পরী৷ তার আগে স্পেশাল স্ক্রিনিং দেখে পরী’কেই অনুষ্কা অভিনীত সেরা বললেন বিরাট কোহলি৷ তাঁর দেখা এটাই অনুষ্কা অভিনীত সেরা ছবি বলেও জানান টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন৷

ডিসেম্বরে বিরাটের সঙ্গে সাত পাকে বাঁধা পড়ার পর এটাই অনুষ্কার প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি৷ দক্ষিণ আফ্রিকা সফর সেরে বৃহস্পতিবার রাতে শ্বশুর অজয় কুমার শর্মার সঙ্গে পরী’র স্পেশাল স্ক্রিনিং দেখার পর স্ত্রী অনুষ্কাকে দরাজ সার্টিফিকেট দিলেন কোহলি৷ ছবি দেখার পরই টুইট করে প্রতিক্রিয়া জানান তিনি। বিরাট ট্যুইটারে লেখেন, “গতরাতে পরি দেখলাম। এটা আমার স্ত্রীর সেরা কাজ। অনেকদিন পর এত ভালো একটা ছবি দেখলাম। একটু ভয় পেয়েছি, কিন্তু আমি খুব গর্বিত অনুষ্কার জন্য।

অনুষ্কার ক্লিন স্লেট ফিল্মস অ্যান্ড কিরাজ় এন্টারটেনমেন্টের প্রযোজনায় ছবিটি পরিচালনা করেছেন প্রসিত রায়। এই ছবিটি অনুষ্কার প্রযোজনা সংস্থার তৃতীয় ছবি।তাঁর নিজের প্রোডাকশনে পরী’র মুল চরিত্রে অভিনয় করছেন অনুষ্কা শর্মা৷এছাড়াও ছবিতে অভিনয় করছেন রজত কাপুর, পরমব্রত চট্টোপাধ্যায়, ঋতাভরী চক্রবর্তীর মতো অভিনেতারা৷ শুক্রবার হোলিতে মুক্তি পেল ভুতের ছবি পরী৷

দু’ মাসের দীর্ঘ দক্ষিণ আফ্রিকা সফর শেষ করে সদ্য দেশে ফিরেছেন বিরাট কোহলি৷ চলতি মাসে শ্রীলঙ্কায় ত্রিদেশীয় টি-২০ সিরিজ থেকে সরে দাঁড়ানোয় আইপিএল-এর আগে পুরোপুরো বিশ্রামে ক্যাপ্টেন কোহলি৷এ সময়টা তাই পরিবারের সঙ্গে কাটাতে চান টিম ইন্ডিয়ার কান্ডারি৷

কোন মন্তব্য নেই: