স্বনির্ভর গোষ্ঠীকে মুরগির ছানা প্রদান প্রাণী সম্পদ দফতরের - Aaj Bikel
স্বনির্ভর গোষ্ঠীকে মুরগির ছানা প্রদান প্রাণী সম্পদ দফতরের

স্বনির্ভর গোষ্ঠীকে মুরগির ছানা প্রদান প্রাণী সম্পদ দফতরের

Share This


কাঁথি  : পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের প্রাণী সম্পদ দফতরের উদ্যোগে স্ব নির্ভর গোষ্ঠীকে 'রোড আইল্যান্ড রেড' মুরিগর ছানা প্রদান।

মঙ্গলবার রামনগর-২ব্লকের মৈতনা গ্রাম পঞ্চায়েতের তেঁতুলতলা গ্রামের "জন্মভূমি"নামে এক মহিলা স্বনির্ভর গোষ্ঠীকে মোট ২৫০টি "রোড আইল্যান্ড রেড"নামক উন্নত প্রজাতির মুরগির ছানা দেওয়া হয়। রামনগর-২ব্লকের প্রাণী সম্পদ দফতরে এই স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে মুরগির ছানা তুলে দেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষ দেবব্রত দাস।

দেবব্রতবাবু বলেন,"বর্তমান রাজ্য সরকার গ্রামীণ এলাকার মহিলাদের অর্থনীতিকভাবে স্বনির্ভর করে তুলতে নানান সুযোগ-সুবিধা দিয়েছে।মুরগি পালনের মাধ্যমে একদিকে যেমন অপুষ্টি দূর করা যায়,তেমনিভাবে একে বিকল্প জীবন-জীবিকা হিসেবে কাজে লাগিয়ে অর্থনীতিক উন্নয়ন ঘটানো সম্ভব হবে।"এছাড়া এদিন উপস্থিত ছিলেন রামনগর-২ব্লকের সহ-সভাপতি সঙ্গীতা জানা,রামনগর-২ব্লকের প্রাণী সম্পদ আধিকারিক সঞ্জয় মন্ডল,ব্লকের প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষ সুতপা পাত্র,সমাজসেবী রতন পাত্র প্রমুখ।

কোন মন্তব্য নেই: