বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করলেন নির্বাচন কমিশন ওপি রাওয়ত - Aaj Bikel
বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করলেন নির্বাচন কমিশন ওপি রাওয়ত

বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করলেন নির্বাচন কমিশন ওপি রাওয়ত

Share This


নয়াদিল্লি  : পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী কর্ণাটকের আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে সাংবাদিক বৈঠক করলেন মুখ্য নির্বাচন কমিশন ওম প্রকাশ রাওয়ত| এদিন সাংবাদিক বৈঠক করে ১২ মে নির্বাচন ঘোষণা করলেন মুখ্য নির্বাচন কমিশন ওম প্রকাশ রাওয়ত। তিনি এদিন জানান কর্নাটকে এবার ৪ কোটি ২৬ লক্ষ ভোটার তাদের গনতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন| এই নির্বাচন বিবিপিএটি মেশিনে হবে| তিনি বলেন, এই নির্বাচনে কর্নাটকে ৫৬ হাজার পোলিং স্টেশন হবে| কর্নাটকে মঙ্গলবার থেকে থেকেই চালু হয়ে গেল নির্বাচন আচরণবিধি। মুখ্য নির্বাচন কমিশন জানিয়েছেন, প্রার্থীরা নির্বাচনী প্রচারে সর্বাধিক ২৮ লাখ টাকার বেশি খরচ করতে পারবেন না।

 নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করা হবে এপ্রিলের ১৭ তারিখ। প্রার্থীদের মনোনয়ন জমা নেওয়া শুরু হবে ২৪ এপ্রিল থেকে। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২৭ এপ্রিল। পোস্টার, ব্যানার পরিবেশবান্ধব জিনিস দিয়ে তৈরি করতে হবে। প্রচারে কোনও রকম প্লাস্টিক ব্যবহার করা যাবে না। তিনি জানান, কর্নাটকে এবারে একদফায় ভোট হবে| এবার কর্ণাটকের বিধানসভা নির্বাচনে মহিলাদের সুবিধার জন্য থাকবে বিশেষ ব্যবস্থা|কর্নাটকের জন্য এই নির্বাচন খুব গুরুত্বপূর্ণ৷ কারণ এই রাজ্যে কংগ্রেস ও বিজেপি, দুই দলেরই পাল্লা ভারী৷ গত কয়েক বছর ধরে নির্বাচনে হেরে যাওয়ার পর শেষতম নির্বাচনে ক্ষমতায় এসেছে কংগ্রেস৷ ফলে বিজেপি ফের তাদের ক্ষমতা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করবে৷ অন্যদিকে কংগ্রেসও বিনা যুদ্ধে সূচাগ্র মেদিনীও ছেড়ে দেবে না৷ ফলে প্রতিদ্বন্দিতা যে সমানে সমানে হবে, তা আর বলার অপেক্ষা রাখে না

কোন মন্তব্য নেই: