প্রাপ্ত বয়স্কদের বিয়ে নিয়ে খাপ পঞ্চায়েতের নাক গলানো বেআইনি ঘোষণা করল সুপ্রিম কোর্ট - Aaj Bikel
প্রাপ্ত বয়স্কদের বিয়ে নিয়ে খাপ পঞ্চায়েতের নাক গলানো বেআইনি ঘোষণা করল সুপ্রিম কোর্ট

প্রাপ্ত বয়স্কদের বিয়ে নিয়ে খাপ পঞ্চায়েতের নাক গলানো বেআইনি ঘোষণা করল সুপ্রিম কোর্ট

Share This


নয়াদিল্লি  : দুই প্রাপ্ত বয়স্কদের বিয়ে নিয়ে খাপ পঞ্চায়েতের নাক গলানো একেবারেই বেআইনি ঘোষণা করল সুপ্রিম কোর্ট। ২০১০ সালে শক্তি বাহিনী নামে এক স্বেচ্ছাসেবী সংস্থা খাপ পঞ্চায়েতের অনার কিলিং রুখতে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল। প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বে গঠিত তিন বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলাটি চলছিল| সেই বেঞ্চে ছিলেন বিচারপতি এএম খানউইল্কার এবং ডি ওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ মঙ্গলবার এই রায় দেয়। খাপ পঞ্চায়েতকে ভর্ৎসনা করে শীর্ষ আদালত জানিয়েছিল, খাপ পঞ্চায়েত কখনও আইন নিজের হাতে তুলে নিতে পারে না।

দুই প্রাপ্ত বয়স্কের সম্মতিতে বিয়ে হতে তার উপর হস্তক্ষেপ করার অধিকার কারোর নেই। এর আগে শীর্ষ আদালত জানিয়েছিল, সম্মান রক্ষায় হত্যা করার যে পন্থা খাপ পঞ্চায়েত নিচ্ছে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে হবে রাজ্য সরকারগুলিকে। এমনকী খাপ পঞ্চায়েতের শিকার হতে পারে এমন দম্পতিদের সুরক্ষা দেওয়ার নির্দেশও দিয়েছিল আদালত। জানা গিয়েছে সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত নিয়েছিল, খাপ পঞ্চায়েত নিয়ে কোনও আইন না হওয়া পর্যন্ত কোনও গাইড লাইন তৈরি করা যাবে না| মামলাটি শুনানির সময় কেন্দ্র শীর্ষ আদালতে জানিয়েছিল অনার কিলিং নিয়ে কমিশনারের সুপারিশ বিচার করে দেখা হচ্ছে| এই বিষয়ে ২৩ টি রাজ্যের মতামত পাওয়া গেছে। ৬ টি রাজ্যের মতামত এখনও আসেনি, এই সময়ে সুপ্রিম কোর্ট এই বিষয়ে নির্দেশ জারি করতে পারে|

কোন মন্তব্য নেই: