তিরুবনন্তপুরম : স্টুডিওর ভিতরেই প্রাক্তন রেডিও জকিকে কুপিয়ে খুন করল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা| ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয়েছেন তাঁর এক বন্ধুও| সোমবার গভীর রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কেরলের রাজধানী তিরুবনন্তপুরমের, পাল্লিকল থানার অন্তর্গত মাদাভুর-এ| আততায়ী হামলায় নিহত প্রাক্তন রেডিও জকির নাম হল, রাজেশ ওরফে রকিসান রাজেশ (৩৬)| রেডিও জকি হিসেবে কাজ করার পাশাপাশি তিনি একজন মিমিক্রি শিল্পী ও লোকসঙ্গীত শিল্পীও ছিলেন|
ঊর্ধ্বতন এক পুলিশ কর্তা জানিয়েছেন, সোমবার রাতে স্টেজ পারফরম্যান্স সেরে, তিরুবনন্তপুরমের পাল্লিকল থানার অন্তর্গত মাদাভুর এলাকায় অবস্থিত নিজ স্টুডিওতে বন্ধুর সঙ্গে বসেছিলেন রাজেশ| গভীর রাতে রাজেশ ও তাঁর বন্ধু কুট্টান মেট্রো স্টুডিওতে জিনিসপত্র গুছিয়ে রাখছিলেন| আচমকাই একটি লাল রঙের মারুতি সুইফ্ট গাড়িতে চড়ে এসে তাঁদের উপর অতর্কিতে হামলা চালায় একদল দুষ্কৃতী| ধারালো অস্ত্রের কোপে গুরুতর জখম হন রাজেশ ও তাঁর বন্ধু কুট্টান|
রাতের অন্ধকারে স্টুডিও থেকে চিত্কার চেঁচামেচি শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা| স্থানীয় বাসিন্দারা দেখেন, রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন রাজেশ ও তাঁর বন্ধু কুট্টান| স্থানীয় বাসিন্দাদের তত্পরতায় পুলিশে খবর দেওয়া হলে, পুলিশ কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দু’জনকে উদ্ধার করে পারিপল্লির হাসপাতালে নিয়ে যান| হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় রাজেশের| অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে চিকিত্সাধীন রাজেশের বন্ধু কুট্টান|
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, বহু বছর রেড এফএম-এ রেডিও জকির কাজ করতেন রাজেশ| এছাড়াও দোহায় ভয়েস অফ কেরালা এফএম স্টেশনেও কাজ করেছেন ৩৬ বছর বয়সি রাজেশ| তাঁর স্ত্রী ও এক পুত্র রয়েছে| চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের তদন্ত শুরু করেছে পুলিশ|
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন