দার্জিলিং : মঙ্গলবার সিকিমের মুখ্যমন্ত্রী পবন চামলিংয়ের সঙ্গে বৈঠক করবেন জিটিএ–র প্রশাসক বোর্ডের চেয়ারম্যান বিনয় তামাং। এই জন্য আজ সকালে সিকিম রওনা হয়েছেন জিটিএ–র প্রশাসক বোর্ডের চেয়ারম্যান বিনয় তামাং। মঙ্গলবার বিনয়ের সিকিম সফর ঘিরে পাহাড়ে যেমন প্রত্যাশার পারদ চড়ছে, তেমনি এখনও যাঁরা আড়ালে–আবডালে বিমল গুরুংদের সমর্থক, তাঁরা শঙ্কিত।
১৬ মার্চ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পবন চামলিংয়ের সঙ্গে বৈঠক করে এই পরিবেশ তৈরি করে দিয়ে গেছেন। গুরুং যে ধরনের অশান্তি করেছেন এবং সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে, তাতে সিকিম আর বিতর্কে থাকতে চাইছে না। তাই যে সিকিমের বিরুদ্ধে গুরুংকে আশ্রয় দেওয়ার অভিযোগ উঠেছিল, সেই সিকিম সরকার এখন বিনয় তামাংয়ের সঙ্গে বৈঠক করতে চলেছে। এই অবস্থায় বাংলার সঙ্গে সঙ্ঘাতের রাস্তায় হাঁটলে যে আখেরে সিকিমকে ক্ষতির মুখেই পড়তে হবে, অনেকটাই স্পষ্ট। কারণ সিকিম পর্যটনের বড় অংশ জড়িয়ে আছে বাংলার সঙ্গে। এই মুহূর্তে জামুনিতে যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ চলছে। জামুনিকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চাইছে জিটিএ। পাহাড়ে যেভাবে উন্নয়নের কাজ শুরু হয়েছে, তাতে সাধারণ মানুষও গুরুংয়ের ভুল রাজনীতি বুঝতে শুরু করেছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন