নয়াদিল্লি : সাম্প্রতিক গোটা গো-বলয় তথা উত্তর পূর্ব ভারতে বিজয় নিশান উড়িয়ে একাধিক রাজ্য থেকে ইতিমধ্যেই কংগ্রেসকে সরিয়েছে বিজেপি। এরকম এক পরিস্থিতিতে আয়োজিত হতে চলেছে কর্ণাটক বিধানসভা নির্বাচন। আজ, মঙ্গলবার কর্ণাটকের বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করতে চলেছে নির্বাচন কমিশন| এই কারণে আজ বেলা ১১ টার সময় সাংবাদিক বৈঠক করবেন নির্বাচন কমিশন| এই নিয়ে ক্রমশই বাড়ছে কর্ণাটকের রাজ্য রাজনীতির উত্তাপ|
আগামী বিধানসভা নির্বাচনের জন্য দুই রাজনৈতিক যুযুদান পার্টি কংগ্রেস এবং বিজেপি ইতি মধ্যেই কোমর বেধে ময়দানে নেমে পড়েছে| রাজ্যে নিজেদের ক্ষমতা ধরে রাখতে একদিকে যেমন মরিয়া রাহুল গান্ধী, অন্য দিকে কর্নাটকে পাখির চোখ করে রেখেছে বিজেপি সভাপতি অমিত শাহ| এর আগে কর্ণাটকের মুখ্য নির্বাচন কমিশনার জানিয়েছিলে আগামী ২৮ মে কর্ণাটকের কংগ্রেসের সিদ্দিরামায়য়া সরকারের কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে| বিজেপির সর্বভারতীয় সভাপতি গতকাল অর্থাৎ সোমবারেই কর্নাটকে পৌঁচেছেন| সেখানে তিনি সিদ্দাগঙ্গা মঠে ১১০ বছর বয়সী শিবকুমার স্বামীর সঙ্গে দেখা করেন এবং আসন্ন নির্বাচনের সফলতার জন্য তিনি আশির্বাদ চান|
এর পর আমিত শাহ বলেন, যখন আমি স্বামীর সঙ্গে কথা বলছিলাম তখন মনে হচ্ছিল যে আমি ভগবানের সামনে রয়েছি| তিনি বলেন এই মঠ ১২৫ টি শিক্ষা প্রতিষ্ঠান চালাচ্ছে| এছাড়াও অনেক ভাল সামাজিক কাজ করছেন| প্রসঙ্গত, কর্ণাটকের ১২৫ টি বিধানসভা কেন্দ্র রয়েছে যার মধ্যে ১২৪ টি কেন্দ্রে ভোট হয়| এবং এইটি কেন্দ্র এংলো ইন্ডিয়ানদের জন্য সংরক্ষিত রয়েছে| সে কেন্দ্রে প্রার্থী মনোনীত করা হয়| এই বিধানসভা নির্বাচনে বিজেপি বিএস ইদুরাপ্পাকে মুখ্যমন্ত্রী হিসাবে প্রজেক্ট করেছে|
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন