ভারতীয় রেলের কলকাতা, গুয়াহাটি, পাটনা ও রাঁচি সহ বিভিন্ন ইউনিটে ৬২,৯০৭ জন গ্রুপ ডি কর্মী নিয়োগ করা হবে৷ যারা আবেদন করেছেন, সবার প্রস্তুতির সুবিধার জন্য এই ধারাবাহিক প্র্যাকটিস সেট৷
1. ম্যালেরিয়া প্রতিষেধক তৈরিতে যে যৌগ ব্যবহার করা হয় তার নাম কী?
(a) ক্লোরোকুইন (b) ক্লোরোফিল (c) ক্লোরিন (d) কোনোটি সঠিক নয়
2. নিচের কোনটি রক্তে উপস্থিত থাকে না?
(a) আয়রন (b) কপার (c) ক্রোমিয়াম (d) ম্যাগনেশিয়াম
3. ওড়ানোর গ্যাস বেলুন ফোলাতে নিম্নলিখিত কোন গ্যাস ব্যবহার
করা হয়?
(a) অক্সিজেন (b) নাইট্রোজেন (c) হিলিযাম (d) কার্বন
4. দ্য মাদার উপন্যাসটি কার লেখা?
(a) এমিল জোলা (b) ম্যাক্সিম গোর্কি (c) ওযাল্টার স্কট (d) টমাস মুর
5. ক খ-এর ছেলে, আবার খ এবং ব সম্পর্কে বোন। ম, ব-এর মা। য়দি প,
ম-এর ছেলে হয় তবে নিচের কোন উক্তিটি ঠিক?
(a) ক, ব-এর নাতি (b) প, ক-এর মামা (c) প, ক-এর তুতোভাই
(d) ম, খ-এর ভাই
6. ২০১৭ সালে মিস ওযার্ল্ড কে হন?
(a) মানসী ছিল্লর (b) মারিযা জুলিযা মানটিলা (c) মেগান ইযাং
(d) যুক্তা মুখী
7. ভারতের দ্রুততম ট্রেন কোনটি?
(a) রাজধানী এক্সপ্রেস (b) শতাব্দী এক্সপ্রেস (c) কন্যাকুমারী বিবেক
এক্সপ্রেস (d) কোনোটি সঠিক নয়
8. নিচের কোনটি একটু অন্য রকমের?
(a) কোযে (b) চাতক (c) ফিনিক্স (d) পায়রা
9. ফিফা কত সালে গঠিত হয়?
(a) ১৯০০ সালে (b) ১৯০১ সালে (c) ১৯০২ সালে (d) ১৯০৩ সালে
10. জল জমে বরফ হলে আয়তনে ...
(a) কমে (b) বাড়ে (c) একই থাকে (d) এটা পরিস্থিতির উপর নির্ভর করে
11. প্রথম ভারতীয় ট্রেন কোথা থেকে কোথায় শুরু হযেিল?
(a) কলকাতা থেকে দিল্লি (b) মুম্বই থেকে থানে (c) মুম্বই থেকে সুরাট
(d) মুম্বই থেকে মাদ্রাজ
12. ভারতের উচ্চতম রেলওযে স্টেশন কোনটি?
(a)দেরাদুন রেলওযে স্টেশন (b) ঘুম রেলওযে স্টেশন (c) ভালুকপং
রেলওযে স্টেশন (d) কোনোটি সঠিক নয়
13. বিশ্ব সাক্ষরতা দিবস কবে পালন করা হয়?
(a) ৫ সেপ্টেম্বর (b) ৬ সেপ্টেম্বর (c) ৭ সেপ্টেম্বর (d) ৮ সেপ্টেম্বর
14. ইবন বতুতা কোন শাসকের রাজত্বকালে ভারতে আসেন?
(a) আকবর (b) মহম্মদ-বিন-তুঘলক (c) ইলতুত্মিশ
(d) কোনোটি ঠিক নয়
15. বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়
(a) ৭ এপ্রিল (b) ৫ জুন (c) ৬ আগস্ট (d) ১৬ জুন
16. কার শাসনকালে ভিক্টোরিযা মেমোরিযাল হল-এর প্রতিষ্ঠা হয়?
(a) লর্ড ডালহৌসি (b) লর্ড কার্জন (c) লর্ড ওযারেন হেস্টিংস
(d) লর্ড রিপন
17. শতাব্দী এক্সপ্রেস কত সালে চালু হয়?
(a) ১৯৮৪ সালে (b) ১৯৮৮ সালে (c) ১৯৯০ সালে (d) ১৯৮৫ সালে
18. কত সালে সর্বভারতীয় আইন পাশ করা হয়?
(a) ১৯৪৮ সালে (b) ১৯৫০ সালে (c) ১৯৫১ সালে (d) ১৯৫৫ সালে
19. প্রথম দাদাসাহেব ফালকে পুরস্কার কে পান?
(a) দেবিকা রানী (b) পৃথ্বীরাজ কাপুর (c) পঙ্কজ মল্লিক
(d) ধীরেন্দ্রনাথ গাঙ্গুলী
20. য়দি কখনও একটি সবুজ পাতাকে লাল আলোয় দেখা হয় তবে সেটি
কী রঙের দেখতে লাগবে?
(a) সবুজ (b) লাল (c) কালো (d) খযেি
21. নিম্নলিখিত কোনটি রেডিও অ্যাক্টিভ উপাদান নয়?
(a) ইউরেনিযাম (b) রেডিযাম (c) থোরিযাম (d) ক্যাডমিযাম
22. আগ্রা শহরের প্রতিষ্ঠাতা কে?
(a) আকবর (b) বাবর (c) সেকেন্দার লোদি (d) ইব্রাহিম লোদি
23. A, B এবং C একটা বাড়ি 288 টাকায় ভাড়া নিল। তারা একসঙ্গে
চার মাস থাকল এবং তারপর C চলে গেল। আরও পাঁচ মাস পরB কত
টাকা ভাড়া দেবে?
(a) 96 টাকা (b) 32 টাকা (c) 92 টাকা (d) 72 টাকা
24. অমল বাবাইযে থেকে বেঁটে কিন্তু ডিসুজার থেকে লম্বা। বাবাই
ডিসুজার থেকে লম্বা কিন্তু এষার থেকে বেঁটে। এষা অমলের থেকে লম্বা
কিন্তু কৌশিকের থেকে বেঁটে। এদের মধ্যে সবথেকে লম্বা কে?
(a) বাবাই (b) এষা (c) কৌশিক (d) অমল
25. এক ব্যবসাযী ক্রয়মূল্যের উপর 20% মূল্য বৃদ্ধি করে ধার্যমূল্য করে
কিন্তু, বিক্রযে সময় ক্রেতাদের ধায়র্মল্যের উপর ূ 5% ছাড় দেয়। তার শতকরা
কত লাভ হয়?
(a) 11% (b) 12% (c) 14% (d) 13%
26. অমৃতবাজার পত্রিকা প্রথম কত সালে প্রকাশিত হয়?
(a) ১৮৬৮ সালে (b) ১৯৬৮ সালে (c) ১৮৮০ সালে (d) ১৯৮০ সালে
27. পশ্চিমবঙ্গে কবে ভমিসংস্কার আইন পাশ হয়?
(a) ১৯০০ সালে (b) ১৯৫০ সালে (c) ১৯৫৫ সালে (d) ১৯৬০ সালে
28. কোন ভিটামিন তাপে নষ্ট হয়?
(a)ভিটামিন সি (b) ভিটামিন বি (c) ভিটামিন ডি (d) কোনোটি সঠিক নয়
29. দ্য সেন্ট্রাল ইনস্টিটিউট অব রোড ট্রান্সপোর্ট নিম্নলিখিত কোন শহরে
অবস্থিত?
(a) নতুন দিল্লি (b) লক্ষ্নৌ (c) পুণে (d) হায়দরাবাদ
30. চারটি পর-পর জোড় সংখ্যার গড় 27. এদের মধ্যে বৃহত্তম সংখ্যাটি কত
হবে?
(a) 36 (b) 32 (c) 28 (d) 30
31. অল ইন্ডিযা ইনস্টিটিউট অব স্পিচ অ্যান্ড হিযারিং কোথায় অবস্থিত?
(a) মাইসোর (b) নযা দিল্লি (c) চেন্নাই (d) কোচি
32. কোচবিহার ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত?
(a)ক্রিকেট (b) ফুটবল (c) ভলিবল (d) কবাডি
33. উত্তর-পূর্ব রেলের সদর দপ্তর কোথায়?
(a)জামশেদপুর (b) গোরক্ষপুর (c) খিদিরপুর (d) কোনোটি সঠিক নয়
34. জাতীয় যুব দিবস কবে পালন করা হয়?
(a) ৭ জানুযারি (b) ১০ জানুযারি (c) ১২ জানুযারি
(d) কোনোটি সঠিক নয়
35. দিল্লির লাল কেল্লা কে নির্মাণ করেন?
(a) আকবর (b) জাহাঙ্গীর (c) শাহজাহান (d) শেরশাহ
36. ৪৪তম খাজুরাহো ডান্স ফেস্টিভ্যাল ২০১৮ মধ্যপ্রদেশের কোন জেলায়
অনুষ্ঠিত হবে?
(a) উজ্জ্বয়ন (b) ছত্তরপুর (c) সাগর (d) কোনোটি সঠিক নয়
37. এক ব্যক্তি স্রোতের অনুকূলে কোনো নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে যে
সময় নেন, স্রোতের প্রতিকূলে তা অতিক্রম করতে দ্বিগুণ সময় নেন। স্থির
জলে নৌকার বেগ ও স্রোতের বেগের অনুপাত কী হবে?
(a) 3 : 1 (b) 3 : 2 (c) 2 : 1 (d) 4 : 1
38. টেলিফোন কে আবিষ্কার করেন?
(a)অ্যালবার্ট আইনস্টাইন (b) টমাস অ্যালভা এডিসন (c) হেনরি ফোর্ড
(d) আলেকজান্ডার গ্র্যাহাম বেল
39. ন্যাশনাল পাওযার ট্রেনিং ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
(a) নযা দিল্লি (b) চেন্নাই (c) দেরাদুন (d) ফরিদাবাদ
40. পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল কে?
(a)ডি ওযাই প্যাটেল (b) কে শঙ্করনারায়ণন (c) কেশরী নাথ ত্রিপাঠী
(d) কোনোটি সঠিক নয়
41. দক্ষিণ ভারতের কাশী বলা হয় ............
(a) অজন্তাকে (b) মাদুরাইকে (c) কোযে্বাটোরকে (d) বিশাখাপত্তনমকে
42.ডেটা প্রাইভেসি ডে কবে পালন করা হয়?
(a) ৩০ জানুযারি (b) ৩১ জানুযারি (c) ২৯ জানুযারি (d) ২৮ জানুযারি
43. বাযুমণ্ডলের সর্বনিম্ন স্তর কোনটি?
(a) স্ট্রাটোস্ফিযার (b) থার্মোস্ফিযার (c) ট্রপোস্ফিযার (d) মেসোস্ফিযার
44. ভারতের প্রথম মহিলা চিফ ইনফরমেশন কমিশনার কে?
(a) দীপক সান্ধু (b) কুশল সিং (c) মমতা শর্মা (d) চন্দা কোচার
45. ভিটামিন ডি-র অভাবে কোন রোগ হয়?
(a) রিকেট (b) রাতকানা (c) রক্তাল্পতা (d) স্কার্ভি
46. ম্যানগ্রোভ জাতীয় বৃক্ষ কোথায় দেখা যায়?
(a) পার্বত্য উপত্যকায় (b) সমুদ্র তীরের মিলন স্থলে (c) লাল মৃত্তিকা অঞ্চলে
(d) কোনোটি সঠিক নয়
47. ঝুলনলীলা কোন রাজ্যের নৃত্যকলা?
(a) রাজস্থান (b) কেরালা (c) গুজরাট (d) মহারাষ্ট্র
48. একটি নির্দিষ্ট পদ্ধতিতে ফিকিরকে ৫৯০ এবং মিরাজকে ৪২১ লেখা
যায়, তবে ওই একই পদ্ধতিতে ফিরাজকে কী লেখা যাবে?
(a) ৬১৯ (b) ৫২১ (c) ২১৫ (d) ৯০১
49. সর্দার বল্লবভাই প্যাটেল পুলিস অ্যাকাডেমি কোথায় অবস্থিত?
(a) মুসৌরি (b) দেরাদুন (c) চন্ডীগড় (d) হায়দরাবাদ
50. এক লিটার জল নিচের কোনটির সমতুল?
(a) ১.৫ কেজি (b) ১.২৫ কেজি (c) ১ কেজি (d) ০.৯ কেজি
ANSWERS
1. (a) 2. (c) 3. (c) 4. (b) 5. (b) সমাধান: খ এবং ব সম্পর্কে বোন
অর্থাত্ মা য়দি ব-এর মা হয় তবে খ-এরও মা। আবার প য়দি ম-এর ছেলে হয়
তবে সম্পর্কে খ এবং ব-এর ভাই বা দাদা হয়। সুতরাং প সম্পর্কে খ-এর ছেলে
ক-এর মামা হবে। 6. (a) 7. (b) 8. (c) সমাধান: ফিনিক্স একমাত্র
পৌরাণিক পাখি। এটি বাদে সব পাখি আমাদের পরিবেশে দেখা যায়।
9. (a) 10. (b) 11. (b) 12. (b) 13. (d) 14. (b) 15. (b) 16.
(b) 17. (b) 18. (c) 19. (a) 20. (c) 21. (d) 22. (c) 23. (b)
সমাধান: 1 বছরে ভাড়া বাবদ টাকা দিতে হয় 288 টাকা।
প্রতিমাসে টাকা দিতে হয়(288 12) টাকা= 24 টাকা।
প্রথম 4 মাসে ভাড়া দিতে হয়(24÷4) টাকা = 96 টাকা।
B, C প্রত্যেকে গড়ে দে(96 3) টাকা = 32 টাকা।
পরবর্তী 5 মাসে ভাড়া দিতে হবে (24÷5) টাকা = 120 টাকা।
C চলে যাওযায় এক্ষেত্রে A ও B প্রত্যেকে দেবে (120 2) টাকা = 60
টাকা।
বাকি {12 (4 + 5)} মাস বা 3 মাসে A ভাড়া দেবে (24÷3) টাকা =
72 টাকা।
B মোট ভাড়া দেয়(32 + 60) টাকা = 92 টাকা।
24. (c) সমাধান: প্রথমেই বলা আছে অমল বাবাইযে থেকে বেঁটে। তার
মানে অমল বাদ। বাবাই এষার থেকে বেঁটে তার মানে বাবাই বাদ। আবার এষা
কৌশিকের থেকে বেঁটে অর্থাত্ এষা বাদ। সুতরাং সঠিক উত্তর কৌশিক।
25. (c) সমাধান: মনে করুন, দ্রব্যটির ক্রয়মূল্য = 100 টাকা।
দ্রব্যটির ধার্যমূল্য = টাকা= 120 টাকা।
কিন্তু, ধার্যমূল্যের উপর ক্রেতাদের 5% ছাড় দেওযা হয়।
অতএব, বিক্রয়মূল্য হয় = টাকা = 114 টাকা।
অতএব, শতকরা লাভ = (114 100) = 14 টাকা।
26. (b) 27. (c) 28. (a) 29. (c) 30. (d) সমাধান: মনে করুন, পরপর
চারটি জোড় সংখ্যা য়থাক্রমে x + 2, x + 4, x + 6.
চারটি সংখ্যার মোট হবে = 27÷4 = 108.
শর্তানুসারে, x + x + 2 + x + 4 + x + 6 = 108
বা, 4x + 12 = 108
বা, 4x = 108 12 = 96
বা, x =
বৃহত্তম সংখ্যাটি হবে = (24 + 6) = 30.
31. (a) 32. (a) 33. (b) 34. (c) 35. (c) 36. (b) 37. (a) মনে
করুন, স্থির জলে ব্যক্তির বেগ = x
এবং স্রোতের বেগ= Y কিমি/ঘণ্টা।
অতএব, স্রোতের অনুকূলে ব্যক্তির বেগ = (x + y) কিমি/ঘণ্টা।
স্রোতের প্রতিকূলে ব্যক্তির বেগ = (x y) কিমি/ঘণ্টা।
এখন নির্দিষ্ট দূরত্ব d ধরলে, প্রশ্নানুসারে, লেখা যায়
(যেহেতু, স্রোতের অনুকূলে যেতে যে সময় লাগে, স্রোতের
প্রতিকূলে যেতে তার দ্বিগুণ সময় লাগে।)
বা, (উভয় পক্ষকে d দিযে ভাগ করে পাই)
বা, 2x 2y = x + y or, x = 3y
or, or, x : y = 3 : 1
38. (d) 39. (d) 40. (c) 41. (b) 42. (d) 43. (c) 44. (a) 45.
(a) 46. (b) 47. (a) 48. (b) সমাধান: ফি=৫, কি=৯, র=০ আবার
মি=৪, রা=২, জ=১। ফলে ফিরাজ= ৫২১। 49. (d) 50. (d)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন