হোলিতে মাতল Google - Aaj Bikel

আজ হোলি৷ দেশজুড়ে চলছে বসন্ত উৎসব৷ আবিরের রঙে ঢেকে গিয়েছে দেশের আকাশ৷ হোলি আনন্দের মাত্রা বাড়িয়ে রঙের ডুডুল এনেছে গুগল৷বিভিন্ন রঙ ব্যবহার করে ভারতীয় সংস্কৃতিকে মেলে ধরা হয়েছে গুগল ডুডলে৷ আজ গুগলের হোম পেজ খুললেই চোখে পড়ে নয়া হোলির গুগল৷ প্রতিবছরই কোনও না কোনও উৎসবে নিজের হোম পেজকে নানাভাবে সাজিয়ে তোলে গুগল৷ এবার তার ব্যতিক্রম ঘটেনি৷ 

কোন মন্তব্য নেই: