সুপার কাপের পর লাল-হলুদ শিবির নিয়ে সিদ্ধান্ত কোচ খালিদ জামিলের - Aaj Bikel
সুপার কাপের পর লাল-হলুদ শিবির নিয়ে সিদ্ধান্ত কোচ খালিদ জামিলের

সুপার কাপের পর লাল-হলুদ শিবির নিয়ে সিদ্ধান্ত কোচ খালিদ জামিলের

Share This


কলকাতা   : ইস্টবেঙ্গল শিবিরে কোচ খালিদ জামিল ও টিডি সুভাষ ভৌমিকের ঠান্ডা লড়াইয়ের জেরে শিবিরে কার্যত কোণঠাসা খোদ কোচ। বর্তমানে ইস্টবেঙ্গল শিবিরে চলছে সুভাষ ভৌমিকের রাজত্ব। তিনি দলের টিডি হলেও, তাঁর কথাতেই এখন গোটা দল অনুশীলন করছে। সেই জায়গায় দাঁড়িয়ে খালিদ জামিল খানিকটা কোণঠাসা হয়ে পড়েছেন। অন্তত এমনটাই দাবি লাল-হলুদ সমর্থকদের।

রবিবার অনুশীলন বন্ধ থাকলেও সুভাষ ভৌমিকের ডাকে দলের ফুটবলাররা অনুশীলনে অাসেন। এসেছিলেন খালিদ জামিলও। কিন্তু তাঁকে অনুশীলন করাতে দেখা যায়নি। বরং তিনি ক্লাবঘরে বসেছিলেন। সুভাষ ভৌমিক নিজেই তাঁর কাছে গিয়ে একপ্রস্থ আলোচনা সেরে আসেন।

সেই বিষয়ে কেউই কিছু বলতে চাননি কোচ খালিদ। তবে কি খালিদের হাত থেকে দলের মশাল সুভাষ ভৌমিক হাতে, এমন প্রশ্নের জবাবে অাই লিগ জয়ী কোচ বললেন, "না না, তেমন কোনও ব্যাপার নয়। সুভাষ ভৌমিক শুধুমাত্র টিডি। এই দলের কোচ আমিই। তবে আমরা দুজনেই ইস্টবেঙ্গলের ক্লাবের ভালো স্বার্থের কথা ভেবে সিদ্ধান্ত নেব। এখনই আমি দায়িত্ব ছাড়ছি না। এই ক্লাবের সঙ্গে আগামীদিনে চলব নাকি ছেড়ে দেব, সেই সিদ্ধান্তটা সুপার কাপের পরেই নেব।"

কোন মন্তব্য নেই: