২৪ ঘন্টা খোলা থাকবে বিরসা মুন্ডা বিমানবন্দর, পরিবর্তন হবে সময়সূচী - Aaj Bikel
২৪ ঘন্টা খোলা থাকবে বিরসা মুন্ডা বিমানবন্দর, পরিবর্তন হবে সময়সূচী

২৪ ঘন্টা খোলা থাকবে বিরসা মুন্ডা বিমানবন্দর, পরিবর্তন হবে সময়সূচী

Share This


রাঁচি  : ঝাড়খন্ডের বিরসা মুন্ডা বিমানবন্দর আগামী ২৫ মার্চ থেকে ২৪ ঘন্টাই খোলা থাকবে| বিরসা মুন্ডা বিমানবন্দর থেকে বিমান চলার সময়সূচী আগামী ২৫ মার্চ থেকে পরিবর্তন হয়ে যাবে| এই নতুন ব্যবস্থা ২৭ অক্টোবর পর্যন্ত জারি থাকবে| এই জন্য এয়ারপোর্ট অথোরিটি সব বিভাগে পর্যাপ্ত ম্যান পাওয়ার এবং সরঞ্জামের সংখ্যা বাড়িয়েছে| এয়ারপোর্ট-এর নির্দেশক অনিল বিক্রম জানিয়েছেন, এই পরিবর্তনের জন্য যাবতীয় ব্যবস্থা গত মাস থেকে শুরু হয়ে গিয়েছে| বিক্রম আরও জানিয়েছেন, এয়ার ট্রাফিক কন্ট্রোল, ফায়ার ডিপার্টমেন্ট, রিফ্রিলিং এজেন্সি, সিআইএসএফ, টার্মিনাল ম্যানেজমেন্ট, বিদ্যুৎ বিভাগ জনশক্তি বৃদ্ধি করা হয়েছে। এই নতুন বিমান পরিষেবা শুরু করার জন্য একটি চিঠিও লেখা হয়েছে।

তাঁর কথায়, বিমানবন্দরের খোলা থাকার জন্য ডাইভার্ট বা জরুরী ল্যান্ডিং-এর ক্ষেত্রে বিমান যে কোনও সময়ে সুরক্ষিত থাকবে। তিনি বলেন, বেশ কিছু বিমান কোম্পানিকে রাতে আপত্কালীন ল্যান্ডিং এবং নতুন বিমান চালুর ক্ষেত্রে চিঠি দিয়ে জানানো হয়েছে| উল্লেখ্য, এত দিন পর্যন্ত রাত ৯.৪৫ মিনিটে মুন্ডা বিমানবন্দর বন্ধ হয়ে যেত| বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, আগামী ২৬ মার্চ থেকে নতুন ভাবে রাঁচি-মুম্বই বিমান পরিষেবা চালু করা হবে| নতুন পরিষেবায় বলা হয়েছে, বিকেল ৪.১৫ মিনিটে মুম্বই থেকে বিমান ছাড়বে এবং সেটি ৬.২৫ মিনিটে রাঁচি বিমান বন্দরে পৌঁছাবে| ওপর দিকে মুম্বই থেকে ৭.১০ মিনিট নাগাদ একটি বিমান রাঁচির উদ্দেশ্যে রওনা দেবে| এই বিমানগুলি ১৮০ সিটের হবে| বিমানবন্দর সূত্রে জানান হয়েছে আগামী ৩০ এপ্রিল থেকে ইন্ডিগো রাঁচি-লখনউ নতুন বিমান পরিষেবা চালু করবে| বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, রাঁচি-লখনউ-এর বিমান চলাচলের সময় সূচী এখনও ঠিক হয়নি| এয়ারপোর্ট অধিকর্তা জানিয়েছেন, বিমানবন্দরকে সুসজ্জিত করতে কয়েকটি সংস্থার সঙ্গে ইতি মধ্যে কথা হয়েছে| বিমান বন্দরের মধ্যে যাত্রী সুবিধার জন্য বিভিন্ন রকম খাবারের স্টলের ব্যবস্থা থাকবে|

বর্তমানে বিরসা মুন্ডা বিমানবন্দর থেকে ২৬ টি উড়োজাহাজ উড়ছে। এগুলির মধ্যে রয়েছে এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো, গো এয়ারওয়েজ, এয়ার এশিয়া এবং অতিরিক্ত এয়ারওয়েজের বিমান। এই উড়োজাহাজ গুলি রাঁচি থেকে দিল্লি, পাটনা, কলকাতা, বেঙ্গলুরু, মুম্বাই, হায়দরাবাদে সরাসরি চলাচল করে।

কোন মন্তব্য নেই: