দুমকা কোষাগার মামলায় অস্বস্তিতে লালু, সাত বছরের কারাদণ্ড আরজেডি সুপ্রিমোর - Aaj Bikel
দুমকা কোষাগার মামলায় অস্বস্তিতে লালু, সাত বছরের কারাদণ্ড আরজেডি সুপ্রিমোর

দুমকা কোষাগার মামলায় অস্বস্তিতে লালু, সাত বছরের কারাদণ্ড আরজেডি সুপ্রিমোর

Share This


রাঁচি : অস্বস্তি ক্রমশ বেড়েই চলেছে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-এর সুপ্রিমো লালু প্রসাদ যাদবের| পশুখাদ্য কেলেঙ্কারির তিনটি মামলায় ইতিমধ্যেই সাজা খাটছেন লালু| এমতাবস্থায় শনিবার পশুখাদ্য কেলেঙ্কারির চতুর্থ মামলায় (দুমকা কোষাগার মামলা) সাত বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হল আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদবকে| ভিডিও কনফারেন্সিং মারফত লালু প্রসাদ যাদবের বিরুদ্ধে সাজা ঘোষণা করেছেন রাঁচির বিশেষ সিবিআই আদালতের বিচারপতি শিবপাল সিং| পশুখাদ্য কেলেঙ্কারির চতুর্থ মামলায় (দুমকা কোষাগার মামলা, আরসি৩৮এ/৯৬) গত ১৯ মার্চ, সোমবার দোষীসাব্যস্ত হয়েছেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-এর সুপ্রিমো লালু প্রসাদ যাদব সহ মোট ১৯ জন|

 এই মামলায় লালু প্রসাদ যাদব দোষীসাব্যস্ত হলেও, স্বস্তি পেয়েছেন বিহারের অপর প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন্নাথ মিশ্র| বেকসুর খালাস হয়েছেন জগন্নাথ মিশ্র সহ মোট ১২ জন |

প্রসঙ্গত, দুমকা কোষাগার মামলায় সাজা ঘোষণা নিয়ে সওয়াল-জবাব শেষ হয়েছে শুক্রবারই| ওই দিন রাধামোহন মণ্ডল, রাজ কুমার শর্মা, রঘুনন্দন প্রসাদ, রাজেন্দ্র কুমার বাঘেরিয়া এবং এস কে দাস এই পাঁচজন দোষীর সাজা ঘোষণা নিয়ে সওয়াল-জবাব সম্পন্ন হয়েছে| উল্লেখ্য, পশুখাদ্য কেলেঙ্কারির ছ’টি মামলার মধ্যে ইতিমধ্যেই তিনটি মামলায় সাজা খাটছেন লালু প্রসাদ যাদব| গত সোমবার চতুর্থ মামলাটিতেও (দুমকা কোষাগার মামলা) দোষীসাব্যস্ত হন আরজেডি সুপ্রিমো| আর শনিবার সাত বছরের কারাদণ্ডের সাজা দেওয়া হল লালু প্রসাদ যাদবকে|

৩.১৩ কোটি টাকার দুমকা কোষাগার মামলায় লালু প্রসাদ যাদব ও জগন্নাথ মিশ্র সহ মোট ৩১ জন অভিযুক্ত ছিলেন| গত সোমবার লালু সহ ১৯ জন অভিযুক্তকে দোষীসাব্যস্ত করেছেন রাঁচির বিশেষ সিবিআই আদালতের বিচারপতি শিবপাল সিং| আদালতে বেকসুর খালাস হয়েছেন জগন্নাথ মিশ্র সহ মোট ১২ জন | গত ২১, ২২ এবং ২৩ মার্চ সাজা ঘোষণা নিয়ে সওয়াল-জবাব সম্পন্ন হয়েছে|

কোন মন্তব্য নেই: