রাজ্যে প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ করল মহারাষ্ট্র সরকার - Aaj Bikel
রাজ্যে প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ করল মহারাষ্ট্র সরকার

রাজ্যে প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ করল মহারাষ্ট্র সরকার

Share This


মুম্বই  : দেশের ১৮তম রাজ্য হিসেবে প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ করল মহারাষ্ট্র সরকার। রাজ্যের পরিবেশমন্ত্রী রামদাস কদম জানিয়েছেন, বিভিন্ন রোগের মূল কারণ হচ্ছে প্লাস্টিকে যথেচ্ছ ব্যবহার। তাই প্রশাসন প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। যদি কোনও প্রস্তুকারক সংস্থা এবং ব্যবহারকারী এই নির্দেশিকা অমান্য করে তবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।  অভিযুক্তদের বিরুদ্ধে ৫০০০ টাকা জরিমানা ধার্য করা হবে।
পরিবেশমন্ত্রী আরও বলেন, মহারাষ্ট্র প্রতিদিন ১১০০ টন বর্জ্য জমা হয়। গোটা রাজ্যজুড়েই বর্জ্যের ছড়াছড়ি। বহু রোগের মূল কারণ হচ্ছে এই বর্জ্য। এমনকি বহু মারণ রোগের মূল কারণ হচ্ছে প্লাস্টিক। গোটা দেশে ১৭টি রাজ্যে প্লাস্টিক নিষিদ্ধ। আর আমরা এখন ১৮ তম রাজ্য যারা প্লাস্টিক নিষিদ্ধ করলাম।

রাজ্যের প্লাস্টিক কারখানাগুলিকে সুতির ব্যাগ তৈরি করার পরামর্শ দিয়েছেন পরিবেশমন্ত্রী। এছাড়াও থার্মোকলের তৈরি থালা, বাটি, গ্লাসও নিষিদ্ধ করেছে মহারাষ্ট্র সরকার।

কোন মন্তব্য নেই: