ধীরে ধীরে গড়ে উঠতে চলেছে স্বপ্নের আকাশপথ - Aaj Bikel
 ধীরে ধীরে গড়ে উঠতে চলেছে স্বপ্নের আকাশপথ

ধীরে ধীরে গড়ে উঠতে চলেছে স্বপ্নের আকাশপথ

Share This


কলকাতা   : দক্ষিণেশ্বরে স্কাইওয়াক দ্রুত শেষ করার পরিকল্পনা নিলেও জনগণের সেফটি এবং সিকিউরিটির কথাটা মাথায় রাখা হয়েছে| তাই সেই দিক চিন্তা করে তাড়াহুড়ো করে কোনও বিপদের সম্মুখীন হতে চাইছেন না রাজ্য প্রশাসন | শনিবার এমনটাই জানালেন কামারহাটি পুরসভার পুরপ্রধান গোপাল সাহা। এ সব শেষ করতে মে মাস লেগে যাবে। তারপরই উদ্বোধনের দিনক্ষণ জানানো যাবে বলে আশা প্রকাশ করলেন পুরপ্রধান। দক্ষিণেশ্বর ভবতারিণী মন্দিরে লক্ষ লক্ষ ভক্তের কথা চিন্তা করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যনার্জি স্কাইওয়াক নির্মাণের শিলান্যস করেছেন।

 বিশ্বের অন্যতম আকর্ষণ এই স্কাইওয়াকের উদ্বোধনও করবেন তিনি। সব শেষ করতে মে মাস লেগে যাবে। তারপরই উদ্বোধনের দিনক্ষণ জানানো যাবে বলে আশা প্রকাশ করলেন পুরপ্রধান। অন্যদিকে, স্কাইওয়াক নির্মাণের জন্য যেসমস্ত দোকানিকে অন্যত্র সরতে হয়েছিল, তাঁরা সকলেই স্কাইওয়াকের ওপরে নির্দিষ্ট দোকান পাবেন। তবে এ কয়েক বছর তাঁদের অন্যত্র সরিয়ে দেওয়ায়, প্রচণ্ড অসুবিধার মধ্যে দিন কাটাতে হচ্ছে তাদের। বেশির ভাগ কাজই শেষ হয়েছে। এখানে ৭টি চলমান সিঁড়ি থাকবে, থাকবে লিফটের ব্যবস্থাও। সেই দিনের আশায় অপেক্ষা করে আছেন সাধারণ মানুষ থেকে শুরু করে দোকানিরা। প্রাকৃতিক দুর্যোগ এবং নিম্নমানের মালপত্রের জোগানে কাজের কিছুটা ব্যঘাত ঘটে। তবে, সমস্ত বাধা অতিক্রম করে ধীরে ধীরে গড়ে উঠতে চলেছে মমতা ব্যানার্জির স্বপ্নের আকাশপথ বা স্কাইওয়াক।

কোন মন্তব্য নেই: