জঙ্গলে আতঙ্ক আরও বাড়ল, গোয়ালতোড়ে রহস্যমৃত্যু দু’জনের - Aaj Bikel
জঙ্গলে আতঙ্ক আরও বাড়ল, গোয়ালতোড়ে রহস্যমৃত্যু দু’জনের

জঙ্গলে আতঙ্ক আরও বাড়ল, গোয়ালতোড়ে রহস্যমৃত্যু দু’জনের

Share This


গোয়ালতোড়  : রয়্যাল বেঙ্গল রহস্যের মধ্যেই আরও এক রহস্য| বাঘ এখনও ধরা পড়েনি| বাঘ এখনও ধরা পড়েনি| কিন্তু, বাঘ ধরতে গিয়ে রহস্যজনকভাবে প্রাণ হারালেন বন দফতরের দু’জন কর্মী| মঙ্গলবার সকালে পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ের ষাঁড়মারার জঙ্গলে বন দফতরের গাড়ির মধ্য থেকেই মৃত দুই কর্মীর দেহ উদ্ধার করা হয়| প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, শ্বাসরুদ্ধ হয়ে তাঁদের মৃত্যু হয়েছে| মৃত দুই বন কর্মীর নাম হল দামোদর মুর্মু ও অমল মাহাত| দামোদর ছিলেন গার্ড, অমলবাবু গাড়ির চালক| স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গত তিন দিন ধরে গোয়ালতোড় এবং পশ্চিম মেদিনীপুর-বাঁকুড়া সীমান্ত বরাবর জঙ্গলে বাঘকে ঘোরাফেরা করতে দেখা গিয়েছে| সোমবার দুপুরেও ওই এলাকায় বাঘের পায়ের ছাপ দেখা যায়| সেখানে বাঘ ধরতে ঘুমপাড়ানি গুলি সহ বন্দুক নিয়ে যান বন দফতরের কর্মীরা| বাঘের খোঁজ না পেয়ে ষাঁড়মারার জঙ্গলে খাঁচা বসানো হয়| রাতে পাহারা দেওয়ার জন্য সেখানে গাড়ির ভিতরে বন দফতরের দু’জন কর্মী ছিলেন| এরপর মঙ্গলবার সকালে গাড়ির ভিতরে দু’জনের মরদেহ পড়ে থাকতে দেখা যায়|

মঙ্গলবার সকালে গোয়ালতোড়ে জঙ্গলের পাশ দিয়ে যেতে গিয়ে স্থানীয় মানুষজন দেখেন, একটি গাড়ির ভিতরে দু’জন সংজ্ঞাহীন অবস্থায় পড়ে রয়েছেন| গাড়িটি ভিতর থেকে বন্ধ করা ছিল| অনেক ডাকাডাকির পরও সাড়া শব্দ না পেয়ে পুলিশে খবর দেন স্থানীয় বাসিন্দারা| পুলিশ এসে দেখে দু’জনেরই মৃত্যু হয়েছে| গাড়ির ভিতর থেকে বাঘ ধরার জাল ও জেনারেটর উদ্ধার করা হয়েছে| প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তাঁরা যখন ঘটনাস্থলে এসেছেন, তখনও জেনারেটটি চলছিল|

জোড়া মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোয়ালতোড় হাসপাতালে পাঠানো হয়েছে| বন দফতরের কর্তাদের ধারণা, বাঘের আতঙ্কে ঘুমোনোর আগে তাঁরা হয়তো গাড়ির সমস্ত দরজা-জানলা বন্ধ করে দিয়েছিলেন| তার উপর জেনারেটর চলতে থাকায়, দমবন্ধ হয়েই হয়তো তাঁদের মৃত্যু হয়েছে| মেদিনীপুরের ডিএফও রবীন্দ্রনাথ সাহা ঘটনার কথা স্বীকার করে নিয়েছেন| রহস্যজনক জোড়া মৃত্যুর ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ও বন দফতর|

কোন মন্তব্য নেই: