গাজিয়াবাদ : উত্তরপ্রদেশের গাজিয়াবাদে বিষ মদ খেয়ে মৃত্যু হল তিনজনের। চাঞ্চল্যকর ঘটনাটি গাজিয়াবাদের খোড়া এলাকায় ঘটেছে। মঙ্গলবার সকালে বিষয়টি সামনে আসে। সূত্রের দাবি, খোড়া এলাকায় একটি বেআইনি ভাটিখানা থেকে মদ কিনে খেয়ে অসুস্থ হয়ে পড়েন পাঁচজন। শারীরিক অবস্থার অবনতি হলে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তিনজনের। বাকি দুইজনের চিকিৎসা চলছে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকেরা জানিয়েছেন, ভেজাল মদ খেয়ে বিষক্রিয়া হয়ে যাওয়ার কারণেই মৃত্যু হয় তিনজনের।
এরপরেই বেআইনি ওই ভাটিখানার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করে পুলিশ। এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এই ঘটনায় কর্তব্যে গাফিলতির জন্য এখনও পর্যন্ত স্থানীয় থানার চার পুলিশকর্মীকে সাসপেন্ড করা হয়েছে। প্রসঙ্গত চলতি বছরের জানুয়ারি মাসে বারাবাঙ্কি জেলায় বিষ মদ খেয়ে মৃত্যু হয়েছিল ৯ জনের। এরপরেই উত্তরপ্রদেশে বিধানসভায় বেআইনি মদ বিক্রি করা রুখতে আইন পাশ করান যোগী সরকার।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন