রামনবমীর শোভাযাত্রায় তাণ্ডব: শান্তি বজায় রাখার আবেদন - Aaj Bikel
রামনবমীর শোভাযাত্রায় তাণ্ডব: শান্তি বজায় রাখার আবেদন

রামনবমীর শোভাযাত্রায় তাণ্ডব: শান্তি বজায় রাখার আবেদন

Share This

রানিগঞ্জ: রামনবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর খণ্ডযুদ্ধে আহত দু’পক্ষের প্রায় ৫০ জন। এই অবস্থায় শান্তি বজায় রাখার আবেদন জানালেন বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় ও আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি। সেইসঙ্গে ঘটনায় জড়িতদের কঠোর শাস্তির দাবিও তোলেন তাঁরা। গোটা ঘটনা নিয়ে বাবুল বলেন, “এই আগুন নিয়ে খেলা এতদিন ধরে মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেতারা চালিয়ে এসেছেন। তার ফলস্বরূপ একের পর এক ঘটনা আমরা দেখছি। এরপর বাবুল বলেন, “ওখানে পুলিশের উপর হামলা হয়েছে। যা অত্যন্ত দুঃখজনক। সাধারণ মানুষের বাড়িতে ঢুকে গুন্ডামি হচ্ছে। পুলিশ এখনও পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেনি। আমি কলকাতা থেকে রানিগঞ্জ আসছিলাম। খবর শুনে পুলিশকে ফোন করি। পুলিশ জানায় দুই গোষ্ঠীর সংঘর্ষ চলছে। এরপর বাবুল বলেন, আমার ওখানে যাওয়ার কথা ছিল। আমি গাড়ি থামিয়ে দিই। বুঝতে পারছি, সুপরিকল্পিতভাবে চক্রান্ত করা হয়েছে। আমি যাচ্ছি জেনে ওখানে গন্ডগোল করানোর চেষ্টা হয়েছে। আমি ওখানে গেলে পুরো দায়টা আমার উপর বা বিজেপির উপর চাপিয়ে দেওয়া হত। অন্যদিকে, আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি বলেন, রাজারবাঁধের ঘটনা দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়|ওরা তো জানে না দুই গোষ্ঠীর মানুষের বাড়ি পুড়ছে। দোকান পুড়ছে। মুষ্টিমেয় কিছু দুষ্টু ব্যক্তি রানিগঞ্জে আগুন লাগানোর চেষ্টা করছে। মুখ্যমন্ত্রীরও নির্দেশ আছে। মুখ্যমন্ত্রীরও নির্দেশ আছে। দুই গোষ্ঠীর কাছে আবেদন, কোনও উসকানিতে পা দেবেন না। এবং গুজবে কান দেবেন না।

কোন মন্তব্য নেই: