শীঘ্রই জাতীয় স্তরে অপরাধীদের ডেটাবেস তৈরি হবে: রাজনাথ - Aaj Bikel
শীঘ্রই জাতীয় স্তরে অপরাধীদের ডেটাবেস তৈরি হবে: রাজনাথ

শীঘ্রই জাতীয় স্তরে অপরাধীদের ডেটাবেস তৈরি হবে: রাজনাথ

Share This

নয়াদিল্লি: মাদক সংক্রান্ত অপরাধ ও অপরাধীদের তথ্য সম্পর্কে শীঘ্রই জাতীয় স্তরে একটি ডেটাবেস তৈরি করা হবে। মাদক সংক্রান্ত অপরাধ মোকাবিলায় নিযুক্ত তদন্তকারী সংস্থাগুলি ওই ডেটাবেস ব্যবহার করবে। 

শনিবার একথা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। দিল্লিতে মাদক বিরোধী আইন প্রয়োগ সংক্রান্ত একটি সম্মেলনে ডেটাবেস তৈরির এই পরিকল্পনার কথা জানান তিনি। রাজনাথ বলেন, ডেটাবেস তৈরির লক্ষ্যে প্রয়োজনীয় অর্থ নারকোটিস কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) জন্য ইতিমধ্যেই অনুমোদন করেছে স্বরাষ্ট্র মন্ত্রক। এনসিবি একটি সফ্টওয়্যার তৈরি করবে। তার মাধ্যমে ওই অনলাইন ডেটাবেস তৈরি হবে। সেখানে মাদক সংক্রান্ত অপরাধ ও অপরাধীদের সম্পর্কে যাবতীয় তথ্য থাকবে।

কোন মন্তব্য নেই: