ব্যবসা করছেন? তাহলে, পড়ুন কেন্দ্রের বদলে যাওয়া নিয়ম - Aaj Bikel
ব্যবসা করছেন? তাহলে, পড়ুন কেন্দ্রের বদলে যাওয়া নিয়ম

ব্যবসা করছেন? তাহলে, পড়ুন কেন্দ্রের বদলে যাওয়া নিয়ম

Share This

নয়াদিল্লি: ইলেকট্রনিক ওয়ে বা ই-ওয়ে বিল চালু হবে ১ এপ্রিল থেকে। শনিবার এমনই ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। দু’টি রাজ্যের মধ্যে ৫০ হাজার টাকার বেশি মূল্যের পণ্য পরিবহণে এই ই-ওয়ে বিল ধার্য হবে। অন্য দিকে, সেন্ট্রাল বোর্ড অব এক্সাইজ অ্যান্ড কাস্টমস (সিবিইসি) আবার জিএসটিআর-৩বি-এর রিটার্ন জমা দেওয়ার মেয়াদ জুন পর্যন্ত স্থির করেছে। 

কোনও একটি মাসের জিএসটিআর-৩বি-এর রিটার্ন পরের মাসের ২০ তারিখের মধ্যে জমা দেওয়ার নিয়ম রয়েছে। গত ১০ মার্চ কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির নেতৃত্বাধীন জিএসটি কাউন্সিল এই দু’টি বিষয়ে সিদ্ধান্ত নিয়েছিল। এদিন সেই সিদ্ধান্তেরই আনুষ্ঠানিক ঘোষণা হল।

কোন মন্তব্য নেই: