আত্মহত্যা করেছে গোটা পরিবার, প্রসাদ খাওয়ার জেদই বাঁচিয়ে দিল তিন বছরের শিশুর প্রাণ - Aaj Bikel
আত্মহত্যা করেছে গোটা পরিবার, প্রসাদ খাওয়ার জেদই বাঁচিয়ে দিল তিন বছরের শিশুর প্রাণ

আত্মহত্যা করেছে গোটা পরিবার, প্রসাদ খাওয়ার জেদই বাঁচিয়ে দিল তিন বছরের শিশুর প্রাণ

Share This

নয়াদিল্লি: কাকার বাড়ি থেকে পুজোর প্রসাদ না খেয়ে বাড়ি ফিরবে না বলে জেদ ধরেছিল তিন বছরের ঋষভ। এই প্রসাদ খাওয়ার জেদই বাঁচিয়ে দিল তার প্রাণ। ঋষভের বাবা-মা ও তার দিদিকে নিয়ে আত্মহত্যা করেছে। গত শনিবার দক্ষিণ দিল্লির ঘটনা। ওইদিন কাকা-কাকিমার বাড়িতে পুজোর প্রসাদ খেতে ঋষভ ও তার দিদিকে নিয়ে গিয়েছিল তাদের মা। কিন্তু প্রসাদ না খেয়ে ঋষভের মা ললিতা দুই সন্তানকে নিয়ে চলে আসতে চাইছিলেন। 

 তিনি মেয়েকে নিয়ে যেতে পারলেও ঋষভ বেঁকে বসে। সে প্রসাদ না খেয়ে মায়ের সঙ্গে যেতে রাজি হয়নি। পরে বাড়িতে এসে ললিতা তাঁর স্বামী ভিকি ও মেয়েকে বিষ খাইয়ে আত্মহত্যা করেন। পুলিশ ঘটনার তদন্তে নেমে জানতে পেরেছে, ভিকি ও ললিতা তাঁদের দুই সন্তানকে নিয়ে আত্মহত্যার পরিকল্পনা নেন। কারণ ভিকির সঙ্গে তাঁর বাবার সম্পত্তি নিয়ে গোলমাল চলছিল। তার জেরেই পরিবারকে নিয়ে আত্মহত্যা করেন ভিকি। 
 
কিন্তু তাঁর ছোট ছেলে ঋষভ কাকার বাড়িতে থেকে যাওয়ায় সে বেঁচে গিয়েছে। দক্ষিণ দিল্লির গোবিন্দপুরীতে ভিকির বাবার ছ’তলা বাড়ি রয়েছে। ভিকির দাবি ছিল, ওই বাড়ির দু’টি তলা তাঁর নামে লিখে দিতে হবে। কিন্তু ভিকির বাবা রাজি না হওয়ায় অশান্তি শুরু হয়। গত ১ জানুয়ারিও ভিকি একবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন। কিন্তু এবার তাঁদের কাউকে বাঁচানো যায়নি। এদিকে ঋষভের কাকা রাকেশ বলেন, তাঁরা সন্তানের মতো ঋষভকে মানুষ করবেন। পুলিশ ঘটনার তদন্তে নেমে ভিকির ঘর থেকে সুইসাইড নোট উদ্ধার করেছে। 

কোন মন্তব্য নেই: