নয়াদিল্লি: রাজস্থানে মহম্মদ আফরাজুলকে নৃশংসভাবে খুন করে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে গ্রেপ্তার হয়েছিল শম্ভুলাল রাইগড়। গত সপ্তাহে রামনবমী উপলক্ষে যোধপুরে এক শোভাযাত্রায় নৃশংস এই হত্যাকাণ্ডকে মহিমান্বিত করার অভিযোগ উঠল বিশ্ব হিন্দু পরিষদের বিরুদ্ধে।
জানা গিয়েছে, গত রবিবার রাম-সীতার ট্যাবলোর পাশাপাশি ৩৩ বছর বয়সি জেলবন্দি রাইগড়েরও একটি ট্যাবলো নিয়ে শোভাযাত্রা করে বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা। ভিডিওতে দেখা গিয়েছে, মহম্মদ আফরাজুলকে হত্যা করার দিনে রাইগড়ের পরনে ছিল লাল জামা এবং সাদা প্যান্ট। ঠিক একই রকম পোশাক পরিহিত এক ব্যক্তিকে কুঠার হাতে ওই ট্যাবলোতে দেখা যায়। মহম্মদ আফরাজুল সেজে অপর এক ব্যক্তিকে নীচে শুয়ে থাকতে দেখা যায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন