নমো অ্যাপে তথ্যচুরি ইস্যুতে মুখ খুলল অভিযুক্ত সংস্থা - Aaj Bikel
নমো অ্যাপে তথ্যচুরি ইস্যুতে মুখ খুলল অভিযুক্ত সংস্থা

নমো অ্যাপে তথ্যচুরি ইস্যুতে মুখ খুলল অভিযুক্ত সংস্থা

Share This

নয়াদিল্লি: নমো অ্যাপের মাধ্যমে দেশবাসীর তথ্যচুরি! চাঞ্চল্যকর এই অভিযোগ প্রকাশ্যে আসার পর মঙ্গলবার মুখ খুলল অভিযুক্ত সংস্থা। ওই মার্কিন পরিসংখ্যান সংস্থা ‘ক্লিভার ট্যাপ’ দাবি করেছে, তারা কোনও তথ্য বাজারে বিক্রি করে না। 

সংবাদসংস্থাকে ক্লিভার ট্যাপ নামের ওই সংস্থার সহ-প্রতিষ্ঠাতা আনন্দ জৈন জানিয়েছেন, আমাদের অবস্থান স্পষ্ট করতে চাই। তথ্য বাজারে বিক্রি, ভাড়া দেওয়া বা শেয়ার করে না ক্লিভার ট্যাপ। এলিয়ট অ্যাল্ডারসন নামের এক ফরাসি হ্যাকার কয়েক দিন আগে দাবি করে, নমো অ্যাপের তথ্য ঘুরপথে মার্কিন সংস্থার কাছে চলে যাচ্ছে। এই ইস্যুতে সরগরম হয়ে উঠেছে জাতীয় রাজনীতি। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী অভিযোগ করেন, নমো অ্যাপের মাধ্যমে দেশবাসীর উপর নজরদারি চালাচ্ছে বিজেপি।

কোন মন্তব্য নেই: