কলকাতা : সম্পর্কের টানাপোড়েনের মধ্যে দুর্ঘটনায় অসুস্থ পেস বোলার মহম্মদ শামির সঙ্গে দেখা করতে মেয়েকে নিয়ে দিল্লি গেলেন তাঁর স্ত্রী হাসিন জাহান। মঙ্গলবার কলকাতা বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশে রওনা দেন।
দুর্ঘটনার পর থেকে দেহরাদুনেই ছিলেন শামি। কিন্তু সোমবার রাতে তিনি দিল্লি ফিরেছেন বলে শোনা যায়। হাসিনের কাছে এই খবর আসা মাত্রই তিনি মেয়েকে নিয়ে মঙ্গলবার সকালে রওনা দেন। এদিন সকাল ১১ টা ৫০ মিনিট নাগাদ তিনি দিল্লির উদ্দেশে রওনা দেন। সঙ্গে ছিলেন তাঁর মেয়ে আইরা এবং কলকাতা পুলিশের এক নিরাপত্তারক্ষী। প্রয়োজনে শামির গ্রামের বাড়ি মোরাদাবাদেও যেতে পারেন হাসিন।
বিমানবন্দরে ঢোকার সময়ে হাসিন জানান, শামির সঙ্গে তাঁর কোনও যোগাযোগ হয়নি। তবে বাবার দুর্ঘটনার খবর শোনার পর থেকেই মেয়ে আইরা খুব কান্নাকাটি জুড়ে দেয়। তাঁর নিজেরও মনমেজাজ ভাল নেই। শামির জন্য ভীষণই উদ্বিগ্ন হয়ে পড়েছেন। তাই দিল্লি যাচ্ছেন।
যেখানে আইনি লড়াই চলছে, সেখানে কেন আচমকা দেখা করতে যাওয়ার সিদ্ধান্ত? হাসিনের স্পষ্ট জবাব, ‘সামি হয়তো আমাকে স্ত্রীর মর্যাদা দিতে চায় না। আমি কিন্তু আজও ওকে স্বামীর মর্যাদা দিই। আমি এটাই প্রার্থনা করি, ও তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক। মেয়ে আয়রাকে নিয়ে দেখা করতে যেতে চাইছি। অন্তত পাঁচ মিনিটের জন্যে হলেও দেখা করে আসি। মেয়েকে সামনে পেলে একটু হলেও যদি সুস্থ বোধ করে, সে জন্যেই এই সিদ্ধান্ত।’
তবে তিক্ততার বরফ গললেও তিনি যে এখনই লড়াইয়ের রাস্তা থেকে সরে আসছেন না, সেটাও পরিষ্কার করে দিয়েছেন হাসিন। তাঁর কথায়, ‘সামি যে অন্যায় করেছে সেটার বিরুদ্ধেই আমি লড়াই করছি। তা বলে ওর প্রাণহানি হোক বা কোনও ক্ষতি হোক আমি দেখব বা চাইব, সেটা কখনই নয়। এখনও সামি নত হতে রাজি নয়। ভুল স্বীকার করছে না। যতদিন না সামি ভুল স্বীকার করছে, ততদিন আইনি লড়াই চালিয়ে যাব। লড়াইটা ওর করা ভুলের জন্যে।’
হাসিনের এই পদক্ষেপে শামি–হাসিন কাণ্ড কোনদিকে মোড় নেয়, সেটাই দেখার।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন