প্রথম দিনেই উচ্চমাধ্যমিকের প্রশ্নপত্র ফাঁস নিয়ে বিভ্রান্তি, চক্রান্তের দাবি সংসদের - Aaj Bikel
প্রথম দিনেই উচ্চমাধ্যমিকের প্রশ্নপত্র ফাঁস নিয়ে বিভ্রান্তি, চক্রান্তের দাবি সংসদের

প্রথম দিনেই উচ্চমাধ্যমিকের প্রশ্নপত্র ফাঁস নিয়ে বিভ্রান্তি, চক্রান্তের দাবি সংসদের

Share This


কলকাতা  : উচ্চমাধ্যমিকের প্রথম দিনে প্রশ্নপত্র ফাঁস নিয়ে বিভ্রান্তি দেখা দিল। হোয়াটসঅ্যাপে বেরনো বাংলা প্রশ্নপত্রের সঙ্গে মিল পাওয়া যায় আসল প্রশ্নপত্রের। কিন্তু সেই প্রশ্নপত্র পরীক্ষা শুরুর আগে না পরে বেরোয়, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। প্রশ্নফাঁসের অভিযোগ উড়িয়ে দিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। চক্রান্তের অভিযোগ তুলে তদন্তের নির্দেশ দিয়েছেন সংসদ সভাপতি।

সম্প্রতি মাধ্যমিকে খোদ প্রধান শিক্ষকের বিরুদ্ধে সময়ের আগে প্রশ্নপত্রের প্যাকেট খোলার অভিযোগ নিয়ে তোলপার হয়। এখন এ ব্যাপারে তদন্ত চলছে। মধ্যশিক্ষা পর্ষদকে দায়ী না করা হলেও এবার উচ্চমাধ্যমিকের প্রশ্নপত্র বেরোন নিয়ে সংসদের তরফে যে গাফিলতি হয়েছে তা স্কুল দফতরের আধিকারিকদের একাংশ মনে করছেন।

এ দিন পরীক্ষা শুরুর পরে হোয়াটসঅ্যাপে এলেও তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। দুটি পার্টে পরীক্ষা হয়। পার্ট এ ও পার্ট বি। হোয়াটসঅ্যাপে পার্ট এ বেরনোর সঙ্গেই পার্ট বিও বেরিয়ে যায়। ফলে রহস্য ঘনীভূত হয়েছে। কারণ, পার্ট বি-এর প্রশ্নপত্র এমসিকিউ। সংসদের নির্দেশ অনুযায়ী এই প্রশ্নপত্র উত্তর করে পরীক্ষাকেন্দ্রে জমা দিয়ে যেতে হবে। কোনওভাবে এই প্রশ্নপত্র বাইরে আসবে না। কিন্তু হোয়াটসঅ্যাপে পার্ট বি-ও এদিন বেরিয়ে আসে। কীভাবে প্রশ্নপত্র এল হোয়াটসঅ্যাপে, তা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। মালদহে সুজাপুর ও কালিয়াচক এলাকা থেকে প্রশ্নপত্র বেরিয়েছে বলে অভিযোগ|

তবে উচ্চ-মাধ্যমিক সংসদ সভাপতি মহুয়া দাসের দাবি, পুরোটাই শোনা। উচ্চমাধ্যমিকের প্রথম দিনে বাংলা প্রশ্নপত্র ঘুরে বেড়াচ্ছে হোয়াটসঅ্যাপে- এটা কেউ চক্রান্ত করছে বলেই দাবি তাঁর। তাঁর দাবি, এর পিছনে কাজ করছে কোনও চক্র। কে বা কারা এই কাজ করল, তা নিয়ে তদন্ত করা হচ্ছে | কড়া বার্তা সভাপতির। এর জন্য পরীক্ষায় কোনও সমস্যা হয়নি বলেও জানান তিনি।

এদিকে আজ পাতিপুকুর পল্লিশ্রী বিদ্যালয়ের গাফিলতিতে ভুল পরীক্ষা কেন্দ্রে চলে যান ২২ জন। পরীক্ষা শুরুর সময় তারা গণ্ডগোল বুঝতে পারে। লেক টাউনের আদ্যনাথ শিক্ষামন্দির থেকে তড়িঘড়ি ওই ছাত্ররা যায় দমদম পার্ক আদর্শ বিদ্যামন্দিরে। এর পাশাপাশি, পরীক্ষার প্রথম দিনেই চূড়ান্ত নাজেহাল হতে হয় ধূপগুড়ির মাগুরমারি অঞ্চলের পরীক্ষার্থীদের। রাস্তায় দাঁড়িয়ে ছিল শতাধিক আলুর গাড়ি। আর তার জেরেই তীব্র যানজট হয় রাজ্য সড়কে। ফলে অভিযোগ, ঠিক সময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে পারে নি বেশ কিছু পরীক্ষার্থীরা।

কোন মন্তব্য নেই: