পিএফ অ্যাকাউন্ট আছে? তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি এখনই পড়ুন ও শেয়ার করুন - Aaj Bikel
পিএফ অ্যাকাউন্ট আছে? তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি এখনই পড়ুন ও শেয়ার করুন

পিএফ অ্যাকাউন্ট আছে? তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি এখনই পড়ুন ও শেয়ার করুন

Share This

কলকাতা: পিএফ অ্যাকাউন্ট আছে? তাহলে গুরুত্ব বিষয়টি আপনার জানা অত্যন্ত গুরত্বপূর্ণ৷ কারণ, আগামী অর্থবর্ষ থেকে পিএফের সুবিধাভোগীদের জন্য বেশ কিছু উপহার দিতে চলেছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন৷ 

কী কী সুবিধা থাকছে? এমন কোনও ব্যক্তি যদি চাকরি করতে করতে মারা যান, তাহলে তাঁর পরিবারকে ন্যূনতম আড়াই লক্ষ টাকা বিমা দেওয়ার গ্যারান্টি দিল কেন্দ্রের নরেন্দ্র মোদর সরকার। এই বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কেন্দ্রীয় শ্রমমন্ত্রক। এখনও পর্যন্ত এই বিমার সর্বোচ্চ অঙ্ক ছ’লক্ষ টাকা। সরকারের দেওয়া আড়াই লক্ষ টাকা ও পিএফের জমা টাকা থেকে বাকি অংশ দেওয়া হবে৷ 

মূলত, পিএফের সুবিধাভোগীরা মূলত তিনটি সুবিধা থাকে৷ প্রথমত, সুদ সহ পিএফের জমা টাকা৷ যেখানে কর্মদাতা সংস্থাও টাকা জোগায়৷ দ্বিতীয়ত, পেনশন৷ তৃতীয়ত বিমা৷ কর্মরত অবস্থায় মারা গেলে কর্মীর পরিবার তৃতীয় সুবিধাটি পায়৷ এই বিমার জন্য আলাদা করে কোনও প্রিমিয়াম দিতে হয় না কর্মচারীদের৷  

কীভাবে পাওয়া যাবে সুবিধা?  কোনও কর্মী মারা যাওয়ার আগে প্রতি মাসে যে মাইনে পেতেন, তাঁকে ৩০ দিয়ে গুণ করে পিএফ অফিস৷ ওই ব্যক্তি মারা যাওয়ার আগে এক বছরে যে টাকা পিএফে জমা করেছেন, সেই টাকার অর্ধেক অংশ যোগ করে দেওয়া হয় গুণফলের সঙ্গে৷ ওই যোগফলই কর্মীর পরিবারের প্রাপ্য বিমার টাকা৷

পিএফের সুবিধা পান, এমন কোনও কর্মী চাকরিরত অবস্থায় মারা গেলে সর্বোচ্চ ছ’লক্ষ টাকার বিমার সুবিধা পান৷ কিন্তু যাঁদের বেতন অনেক কম, তাঁদের পিএফে জমার অঙ্কও কম। আবার যিনি অল্প কয়েকদিন চাকরি করেই মারা গিয়েছেন, তাঁর পিএফ অ্যাকাউন্টেও তেমন বেশি কিছু টাকা জমেনি। এক্ষেত্রে তাঁদের পরিবারের পাওনা বিমার টাকা অত্যন্ত কম হয়ে এসেছে এতদিন। এবার কেন্দ্রীয় সরকার জানিয়ে দিয়েছে, সেই পরিস্থিতিতে পরিবারের পাওনা বিমার টাকা যত কমই হোক না কেন, সেই পরিবার আড়াই লক্ষ টাকা পাবেই৷ তবে সর্বোচ্চ ছ’লক্ষ টাকার সুবিধায় কোনও পরিবর্তন করেনি কেন্দ্রীয় সরকার।

কোন মন্তব্য নেই: