কলকাতা : প্রথম দিনের মাধ্যমিক পরীক্ষা শেষ হবার পর সিলেবাস বহির্ভূত প্রশ্ন নিয়ে ক্ষোভ উগরে দিলেন হিন্দি মাধ্যমের পরীক্ষার্থীরা ৷ তাদের অভিযোগ,বেশ কয়েকটি প্রশ্ন সিলেবাস বহির্ভূত ৷ তাই সেই প্রশ্নগুলির উত্তর দিতে পারেননি তারা ৷
এবার ১১ লক্ষ দুই হাজার ৯২১ জন পরীক্ষার্থী এ দিন প্রথম ভাষার পরীক্ষা দেয় ৷ তাদের মধ্যে কলকাতায় পরীক্ষার্থীর সংখ্যা চার লক্ষ ৫৬ হাজার ২৬ জন ৷ জেলায় জেলায় এ দিন কিছু অবাঞ্ছিত ঘটনার বিষয়ে জানা গেলেও, এখনও পর্যন্ত কলকাতায় নির্বিঘ্নেই প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন হয়েছে বলে জানা গেছে ৷
সোমবার হিন্দি মাধ্যমের পরীক্ষার্থীদের প্রথম ভাষা অর্থাৎ, হিন্দি ভাষার পরীক্ষা ছিল ৷ পরীক্ষার পর তাদের ক্ষোভে ফেটে পড়তে দেখা গেছে ৷ হিন্দি মাধ্যমের পরীক্ষার্থীদের অভিযোগ, পাঁচ নম্বর ছাড়াও এক নম্বরেরও দু’টি প্রশ্ন সিলেবাস বহির্ভূত ছিল ৷ এর ফলে তারা ওই প্রশ্নগুলির উত্তর দিতে পারেনি বলে অভিযোগ উঠছে ৷ তাদের আরও দাবি, প্রশ্নপত্রের একটি ভাগে তিনটি প্রশ্নের মধ্যে দু’টি করে প্রশ্নের উত্তর দেওয়া বাধ্যতামূলক ছিল ৷ এই দু’টি প্রশ্নই পাঁচ নম্বরের ৷ কিন্তু এই তিনটি প্রশ্নই সিলেবাসের বাইরে থেকে দেওয়া হয়েছে বলে অভিযোগ হিন্দি মাধ্যমের পরীক্ষার্থীদের ৷
অন্যদিকে, এদিন বাংলা ভাষার পরীক্ষার্থীদের এ দিন বেশ উচ্ছ্বসিতই দেখা গিয়েছে ৷ অনেকেই বলেছেন, খুব ভাল পরীক্ষা হয়েছে ৷ আগামীকালের পরীক্ষার জন্যও তারা প্রস্তুত বলেও জানিয়েছেন তারা ৷ সময় নিয়েও কারও তেমন সমস্যা হয়নি বলেই জানিয়েছেন অনেক পরীক্ষার্থী ৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন