Unfortunate! পুলকারে আচমকা আগুন লেগে ঝলসে গেল ১১ শিশু - Aaj Bikel
Unfortunate! পুলকারে আচমকা আগুন লেগে ঝলসে গেল ১১ শিশু

Unfortunate! পুলকারে আচমকা আগুন লেগে ঝলসে গেল ১১ শিশু

Share This

গোয়ালিয়র: শুক্রবার গোয়ালিয়রের একটি পুলকারে আচমকা আগুন লেগে যাওয়ার ফলে ওই ভ্যানের ১১ জন নিরীহ শিশু আগুনে ঝলসে গিয়েছে৷ জানা গিয়েছে, এদিন ওই স্কুল ভ্যানটি গোয়ালিয়রের সেন্ট জোসেফ স্কুলের ছিল৷ 


উল্লেখ করা যেতে পারে এই একই রকম ঘটনা ঘটেছিল দিল্লির ডিপিএস স্কুল বাসেও৷ তবে এদিনের ঘটনায় কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি ৷ জানা গিয়েছে, সেন্ট জোসেব স্কুলের মারুতি ওই পুলকারটিতে গ্যাসসিলিন্ডারে চালানো হত ৷ কোনও রকম ভাবে ওই সিলিন্ডার থেকে গ্যাস লিক করে আগুন লেগে যায়৷ 

পুলিশ জানিয়েছে, এদিন দুপুরে স্কুলের বাচ্চাদের নিয়ে ভ্যানটি যাচ্ছিল৷ সেই সময় আচমকা ওই ভ্যানে আগুন লেগে যায় ৷ এই ঘটনায় পথ চলতি মানুষদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়৷ এই ঘটনা দেখতে পেয়ে প্রাথমিক ভাবে রাস্তার লোকেরা ছুটে এসে স্কুল বাচ্চাদের উদ্ধার করে ভ্যান থেকে বের করার চেষ্টা করেন৷ কিন্তু তার আগেই ওই ভ্যানের ১১ টি বাচ্চা আগুনে ঝলসে যায়৷ তাদের কাছাকাছি হাসপাতালে ভর্তি করা হয়৷ এদিকে খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ আসে এবং ওই মারুতি ভ্যানটিকে আটক করে নিজেদের হেফাজতে নেয়৷ কি কারণে এই ঘটনাটি তা খতিয়ে দেখছে পুলিশ৷

কোন মন্তব্য নেই: